Ditipriya Roy: নায়িকা হিসেবে প্রথম ছবির ঝুলিতে জাতীয় পুরস্কার, নিউজ18 বাংলার কাছে জেনে আত্মহারা দিতিপ্রিয়া
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
'অচেনা উত্তম' ছবির প্রিমিয়ারের জন্য মেকআপ করছিলেন দিতিপ্রিয়া। তেমনই সময়ে নিউজ18 বাংলার ফোন যায় তাঁর কাছে। শুনেই আনন্দে লাফিয়ে উঠলেন অভিযাত্রিকের নায়িকা।
#কলকাতা: ধারাবাহিকের দুনিয়ায় আপাতত কয়েক বছর ফিরতে চান না। এমনই বলেছিলেন 'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিক থেকে বেরোনোর পর। আজ তিনি সেই নতুন যাত্রার মিঠে ফল পেলেন যেন। দিতিপ্রিয়া রায়। প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি, 'অভিযাত্রিক'। শুভ্রজিৎ মিত্রের ছবিতে প্রথম বড় পর্দায় হাতেখড়ি ছোটপর্দার রানিমার। জাতীয় সম্মানে নাম সংযোজন হল তাঁর। সেই ছবি পেল জাতীয় পুরস্কার। সেরা বাংলা ছবি এবং সেরা ক্যামেরার কাজের জন্য। দিতিপ্রিয়া সেই সুখবরটি প্রথম পেলেন নিউজ18 বাংলা।
'অচেনা উত্তম' ছবির প্রিমিয়ারের জন্য মেকআপ করছিলেন দিতিপ্রিয়া। তেমনই সময়ে নিউজ18 বাংলার ফোন যায় তাঁর কাছে। শুনেই আনন্দে লাফিয়ে উঠলেন অভিযাত্রিকের নায়িকা। তিনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না কয়েক মুহূর্ত। তার পর বললেন, ''আপনাদের কাছ থেকে প্রথম জানলাম! বিশ্বাসই হচ্ছে না আমার। আমি বাক্যহারা। আমার হজম করতে সময লাগবে। প্রবল আনন্দ হচ্ছে।''
advertisement
advertisement
২০২১ সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। গোয়া চলচ্চিত্র উৎসবেও এই ছবির প্রদর্শন হয়েছিল। ছবির নায়ক অর্জুন চক্রবর্তী।
Location :
First Published :
July 22, 2022 6:01 PM IST