#কলকাতা: ৬৮তম জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল ২২ জুলাই, শুক্রবার। গত দু'বছর কোভিডের কারণে এই অনুষ্ঠান সম্পন্ন হয়নি। শুক্রবার তাই ২০২০ সালে যে যে ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করা হল। বাঙালিদের জন্য সুখবর, 'সেরা বাংলা ছবি' তকমা পেল শুভ্রজিৎ মিত্রের ছবি 'অভিযাত্রিক'। জীবনের প্রথম নায়িকা হিসেবে অভিনয় দিতিপ্রিয়া রায়ের। শুরুতেই বাজিমাত! ছবির নায়ক অর্জুন চক্রবর্তী। কেবল সেরা ছবি নয়, ক্যামেরার কাজের জন্য়ও জাতীয় পুরস্কার পেল এই ছবি।
আরও পড়ুন: প্রথম ছবির ঝুলিতে জাতীয় পুরস্কার, নিউজ18 বাংলার কাছে জেনে আত্মহারা দিতিপ্রিয়া
আরও পড়ুন: দিতিপ্রিয়ার প্রথম ছবির ঝুলিতে জাতীয় পুরস্কার, সেরা বাংলা ছবি শুভ্রজিতের 'অভিযাত্রিক'
দেখে নেওয়া যাক, বাকি কয়েকটি পুরস্কারের তালিকা-----
সেরা পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র | সুরারাই পট্রু |
সেরা বিনোদনমূলক জনপ্রিয় ছবি | তানহাজী: দ্য আনসাং ওয়ারিয়র |
সেরা অভিনেতা | অজয় দেবগণ (তানহাজী: দ্য আনসাং ওয়ারিয়র), সূর্য (সুরারাই পট্রু) |
সেরা অভিনেত্রী | অপর্না বালামুরালি (সুরারাই পট্রু) |
সেরা হিন্দি ছবি | তুলসীদাস জুনিয়র, ছবির শিশু-শিল্পী বরুণ বুদ্ধদেব জুরিদের প্রশংসা পেয়েছেন। |
সেরা পোশাক শিল্প | তানহাজী: দ্য আনসাং ওয়ারিয়র |
সেরা বাংলা ছবি | অভিযাত্রিক |
সেরা সিনেমাটোগ্রাফি | অভিযাত্রিক |
সেরা সুরকার | ১২৩২ কেএমএস: মরেঙ্গে তো ওয়াহি যা কর |
শ্যুটিং-বান্ধব রাজ্য | মধ্যপ্রদেশ |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajay Devgn, Ditipriya Roy, National Award