#মুম্বই: বলিউডে একের পর এক বায়োপিক৷ স্পোর্টস নিয়েও বহু বায়োপিক হয়েছে বি-টাউনে৷ এবং বলিউডের পাইপলাইনে আছে আরও অনেক বায়োপিক৷ তবে হকি নিয়ে পর্দায় তুলে ধরবার প্রচেষ্টা দেখা যায়নি পরিচালকদের মধ্যে। তাই এবার অবশেষে সেই নতুনত্ব কাজ করার সাহস দেখালেন ‘উড়তা পঞ্জাব’ খ্যাত পরিচালক অভিষেক চৌবে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষিত হল ভারতের কিংবদন্তী হকি খেলোয়ার ধ্যানচাঁদের বায়োপিক।
ছবির প্রয়োজক রনি স্ক্রুওয়ালা৷ সবকিছু ঠিক থাকলে ২০২২ সালে মুক্তি পাবে এই ছবি। ছবির চিত্রনাট্যকার সুপ্রতীক সেন এবং অভিষেক চৌবে। তবে কে অভিনয় করবেন এই বিখ্যাত চরিত্রটি সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ট্যুইটারে আরএসভিপি মুভিস এই ছবির ঘোষণা করে বলে- ১৫০০-র বেশি গোল, অলিম্পিকে ৩টে সোনার পদক বিজয়ী এই কিংবদন্তী হকি খেলোয়ারের বায়োপিক তৈরী করতে পারা অত্যন্ত গর্বের বিষয়৷
1500+ goals, 3 Olympic Gold medals & a story of India’s pride.. It gives us immense pleasure to announce our next with director #AbhishekChaubey- a biopic on the Hockey wizard of India, #DHYANCHAND@RonnieScrewvala @prem_rajgo @pashanjal @realroark @bluemonkey_film #SupratikSen pic.twitter.com/x4hhZfPyAR
— RSVP Movies (@RSVPMovies) December 15, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।