আসছে ধ্যানচাঁদের বায়োপিক, পরিচালনায় অভিষেক চৌবে
- Published by:Simli Dasgupta
- news18 bangla
Last Updated:
ছবির প্রয়োজক রনি স্ক্রুওয়ালা৷ সবকিছু ঠিক থাকলে ২০২২ সালে মুক্তি পাবে এই ছবি। ছবির চিত্রনাট্যকার সুপ্রতীক সেন এবং অভিষেক চৌবে।
#মুম্বই: বলিউডে একের পর এক বায়োপিক৷ স্পোর্টস নিয়েও বহু বায়োপিক হয়েছে বি-টাউনে৷ এবং বলিউডের পাইপলাইনে আছে আরও অনেক বায়োপিক৷ তবে হকি নিয়ে পর্দায় তুলে ধরবার প্রচেষ্টা দেখা যায়নি পরিচালকদের মধ্যে। তাই এবার অবশেষে সেই নতুনত্ব কাজ করার সাহস দেখালেন ‘উড়তা পঞ্জাব’ খ্যাত পরিচালক অভিষেক চৌবে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষিত হল ভারতের কিংবদন্তী হকি খেলোয়ার ধ্যানচাঁদের বায়োপিক।
ছবির প্রয়োজক রনি স্ক্রুওয়ালা৷ সবকিছু ঠিক থাকলে ২০২২ সালে মুক্তি পাবে এই ছবি। ছবির চিত্রনাট্যকার সুপ্রতীক সেন এবং অভিষেক চৌবে। তবে কে অভিনয় করবেন এই বিখ্যাত চরিত্রটি সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ট্যুইটারে আরএসভিপি মুভিস এই ছবির ঘোষণা করে বলে- ১৫০০-র বেশি গোল, অলিম্পিকে ৩টে সোনার পদক বিজয়ী এই কিংবদন্তী হকি খেলোয়ারের বায়োপিক তৈরী করতে পারা অত্যন্ত গর্বের বিষয়৷
advertisement
advertisement
1500+ goals, 3 Olympic Gold medals & a story of India’s pride.. It gives us immense pleasure to announce our next with director #AbhishekChaubey- a biopic on the Hockey wizard of India, #DHYANCHAND@RonnieScrewvala @prem_rajgo @pashanjal @realroark @bluemonkey_film #SupratikSen pic.twitter.com/x4hhZfPyAR
— RSVP Movies (@RSVPMovies) December 15, 2020
advertisement
প্রসঙ্গত, শুধু ভারত নয়, বিশ্বের ইতিহাসের সেরা হকি খেলোয়াড় হিসাবে বিবেচিত হন মেজর ধ্যানচাঁদ। অলিম্পিকে ভারতে তিনটি সোনার পদক এনেছিলেন তিনি। দেশের হয়ে করেছেন ১৫০০-র বেশি গোল। তাঁর খেলায় মুগ্ধ হয়েছিলেন হিটলারও। ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কারও দেওয়া হয় তাঁর নামেই৷, তাঁর জন্মদিন ২৯ অগস্ট পালিত ভারতের ‘ন্যাশন্যাল স্পোর্টস ডে’।
advertisement
এই ছবির কাজ করতে অত্যন্ত গর্বিত বোধ করছেন পরিচালক অভিষেক চৌবে ৷ ছবির বিষয়ে জানতে চাওয়া হলে একথা বলেন তিনি৷ তিনি আরও জানান ছবির কাস্টিং খুব শীঘ্রই করা হবে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2020 12:18 AM IST










