হোম /খবর /বিনোদন /
সাদা চামড়ার কেউ কখনও শাহরুখ হতে পারবে না, 'ডিডিএলজে'-র নায়ক ব্রিটিশ! বাড়ছে রাগ

Shah Rukh Khan in DDLJ: সাদা চামড়ার কেউ কখনও শাহরুখ হতে পারবে না, 'ডিডিএলজে'-র নায়ক ব্রিটিশ! বাড়ছে রাগ

শাহরুখের আগে আদিত্য ভেবেছিলেন ছবির নায়কের চরিত্রে সাদা চামড়ার অভিনেতাকে দিয়ে অভিনয় করাবেন। বিদেশি চরিত্র। তিনি এমনকি টম ক্রুজের সঙ্গে কথাও বলেছিলেন।

  • Last Updated :
  • Share this:

#লন্ডন: ১৯৯৫ সাল। ফেটে পড়েছিল দেশের সমস্ত প্রেক্ষাগৃহ। প্রায় দুই দশক কেটে যাওয়ার পর আজও সেই ছবি নিয়ে মাতামাতি তুঙ্গে। আদিত্য চোপড়া নির্দেশিত 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'। সেই ছবিতে শাহরুখ খান (রাজ) এবং কাজলের (সিমরন) রসায়ন দেখে বারবার প্রেমে পড়েন দর্শক। তার পর থেকেই শাহরুখ রোমান্টিক নায়কের তকমা পেয়েছেন।

সেই শাহরুখের জায়গায়, সেই রাজের জায়গায়, একই গল্পে অন্য এক অভিনেতা। শুধু তা-ই নয়, ব্রিটিশ অভিনেতা। অস্টিন কোলবি।

'ডিডিএলজে'-র রিমেক নয়, আমেরিকার ব্রডওয়ে থিয়েটারে 'কাম ফল ইন লাভ - ডিডিএলজে মিউজিক্যাল'। প্রযোজনা এবং পরিচালনায় সেই আদিত্যই। কাজলের চরিত্রে শোভা নারায়ণ।

আরও পড়ুন: সুখী জীবনের জন্য কেমন স্ত্রী হওয়া উচিত ছিল, ভিকি-রণবীরকে সাফ জানালেন অক্ষয় কুমার

রাজের চরিত্রের নাম এখানে, রগ ম্য়ান্ডেল। অস্টিন সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর দিয়েছেন মহা আনন্দে। ভারতীয় ঐতিহ্য়ে 'ডিডিএলজে' এত তাৎপর্যপূর্ণ, তা প্রথম জেনেছেন তিনি। শাহরুখকে ট্যাগ করে লেখেন, 'আমি আশা করি, আপনাকে গর্ব বোধ করাতে সক্ষম হব।'

কিন্তু এই খবর কারও কাছে সুখের হলেও, ক্ষোভে ফুসছেন কিং খানের ভক্তকূলের একাংশ। তাঁদের মতে, 'সাদা চামড়ার মানুষ কোনও দিন শাহরুখ খানের জায়গা নিতে পারবেন না।' লেখক অসীম ছাবড়া লিখেছেন, 'শাহরুখ-কাজল ছাড়া মঞ্চে ডিডিএলজে দেখতে যাব কেন?' কারও লেখায়, 'রাজ মালহোত্রার চরিত্রে সাদা চামড়ার অভিনেতা, এটা গ্রহণযোগ্য নয়।'

আরও পড়ুন: 'পাঠান' পোস্টারে দীপিকার ভয়ঙ্কর লুক! নায়িকাকে 'বন্দুক এবং লাবণ্য' বলেছেন শাহরুখ

প্রসঙ্গত, যে সময়ে 'ডিডিএলজে' তৈরি করার ভাবনা মাথায় আসে, আদিত্য রাজ-সিমরনের গল্প বানাতে চাননি। তিনি ভেবেছিলেন ভারতীয় মেয়ে এবং আমেরিকান ছেলের প্রেমের গল্প দেখাবেন। তিনি এমনকি টম ক্রুজের সঙ্গে কথাও বলেছিলেন। কিন্তু তাঁর বাবা যশ চোপড়া রাজি না হওয়ায় চরিত্রটিকে ভারতীয় করে দেন তিনি। এ বার শাহরুখকে নায়কের চরিত্রে বেছে নেন।

আদিত্য কি তবে সেই ইচ্ছাপূরণ করতে চললেন?

Published by:Teesta Barman
First published:

Tags: Aditya Chopra, DDLJ, Drama theatre, Shah Rukh Khan