Koffee with Karan 7: সুখী জীবনের জন্য কেমন স্ত্রী হওয়া উচিত ছিল, ভিকি-রণবীরকে সাফ জানালেন অক্ষয় কুমার

Last Updated:

বলিউডের সদ্যবিবাহিত দম্পতিদের বিবাহ পরবর্তী টিপস দিলেন বিয়ের পুরোন ইনিংস খেলা অভিজ্ঞ প্লেয়ার অক্ষয় কুমার৷

koffee with karan 7: akshay kumar's marriage advice
koffee with karan 7: akshay kumar's marriage advice
#মুম্বই: কফি উইথ করণ (Koffee With Karan 7)-এর সপ্তম সিজিনে অতিথি হয়ে এসেছিলেন খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar)। এ বার তাঁর বামে যিনি বসেছিলেন তিনি অ্যাকির স্ত্রী নন, নন কোনও বলিউডি নায়িকা। বরং অ্যাকির সঙ্গে এসেছিলেন দক্ষিণী নায়িকা সামান্থ রুথ প্রভু (Samantha Ruth Prabhu)।
সুপার-ফান র‍্যাপিড ফায়ার রাউন্ডের সময়, টুইঙ্কল খান্নার (Twinkle Khanna) সঙ্গে অক্ষয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন করণ জোহর। কী ভাবে সুখী থাকা যায় তা নিয়েও কথা ওঠে। সে প্রসঙ্গেই বলিউডের সদ্যবিবাহিত দম্পতিদের বিবাহ পরবর্তী টিপস দিতে বলেন করণ।
advertisement
advertisement
সে প্রশ্নের প্রেক্ষিতে অক্ষয় কুমার সপাট জবাব দেন। রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটকে (Alia Bhatt) পরামর্শ দিয়ে অক্ষয় বলেন, ‘মনে রাখবেন, সুখী স্ত্রী আর সুখী জীবন সমার্থক।’ তবে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), ভিকি কৌশলকে (Vicky Kaushal) আর কয়েক ধাপ এগিয়ে কিছু টিপস দেন অক্ষয়। আসলে ক্যাটরিনা কাইফের সঙ্গে একাধিক প্রজেক্টে কাজ করেছেন অক্ষয়। তাই তিনি বলেছিলেন, ‘আমি ক্যাটরিনাকে খুব ভাল ভাবে চিনি। তাই ক্যাটরিনাকে বলব, একবারে ভিকির কানের মাথা খেও না। বরং আস্তে আস্তে চিবিয়ে খাও।’ অন্য দিকে ভিকির উদ্দেশে অক্ষয়ের বার্তা, ‘ক্যাটকে একটি হোম জিমের ব্যবস্থা করে দিলে স্ত্রীকে আরও বেশি সময় কাছে পাওয়া যাবে।’
advertisement
দু’বছর ডেট করার পর গত বছরের ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ। তাঁরা রাজস্থানের সওয়াই মাধোপুরে বিলাসবহুল বিবাহ উৎসবের আয়োজন করেছিলেন। সে বিয়েতে অবশ্য উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং চলচ্চিত্র জগতের হাতে গোনা কয়েকজন। রণবীর কাপুর এবং আলিয়া ভাট এপ্রিল মাসে তাঁদের বাড়িতে পরিবার এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে বিয়ে করেন। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে তাঁদের প্রথমবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। এ দিকে ইতিমধ্যেই দম্পতি ঘোষণা করে ফেলেছেন তাঁদের প্রথম সন্তানের আগমন বার্তা। গত মাসে আলিয়া নিজেই তাঁর গর্ভধারণের কথা জানান সোশ্যাল মিডিয়ায়।
advertisement
এ দিকে টুইঙ্কল খান্না এবং অক্ষয় কুমারের ২১ বছরেরও বেশি বিবাহিত জীবন। এই দম্পতি এক সময় দাপিয়েছেন রুপোলি পর্দাও, জুটির অন্যতম ছবি ইন্টারন্যাশনাল খিলাড়ি (International Khiladi) এবং জুলমি (Zulmi) প্রভৃতি। টুইঙ্কল-অ্যাকির ছেলে আরভের বয়স ১৯ বছর, মেয়ে নিতারা ৯ বছরে পা দিয়েছে। টুইঙ্কল অভিনয় থেকে দূরে থাকেন, তবে চলচ্চিত্র প্রযোজক হিসেবে নাম করেছেন। পাশাপাশি লেখালিখির কাজও করেন তিনি, পরিচালনা করেন একটি ডিজিটাল কন্টেন্ট কোম্পানিও।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Koffee with Karan 7: সুখী জীবনের জন্য কেমন স্ত্রী হওয়া উচিত ছিল, ভিকি-রণবীরকে সাফ জানালেন অক্ষয় কুমার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement