Commonwealth Games 2022: গেমস ভিলেজে মজুদ থাকছে দেদার কন্ডোম, প্রতি খেলোয়াড় পিছু সংখ্যা ২৩ টি কন্ডোম

Last Updated:
গত বছর জাপান অলিম্পিক্সের সময় ১ লক্ষ ৬০ হাজার কন্ডোম দেওয়া হয়েছিল, সেখানের থেকে এই মুহূর্তে কমনওয়েলথ গেমসে ১ লক্ষ ৫০ হাজার কন্ডোম দেওয়া হবে৷
1/5
#বার্মিংহ্যাম: গেমস ভিলেজে শুধু অ্যাথলিটই থাকেন এই ধারণা রাখেন, তাহলে ভুল ৷ গেমস ভিলেজে অ্যাথলিটদের খাওয়াদাওয়া , অনুশীলনের পাশাপাশি তাঁদের জন্য রাখা থাকে কন্ডোমও৷  কোনও গেমস ভিলেজই এর ব্যতিক্রম নয়৷ এবারের বার্মিংহ্যাম সিটিতে আয়োজিত হতে চলা কমনওয়েলথ গেমসেও নজর কাড়তে হাজির থাকছে কন্ডোম৷
#বার্মিংহ্যাম: গেমস ভিলেজে শুধু অ্যাথলিটই থাকেন এই ধারণা রাখেন, তাহলে ভুল ৷ গেমস ভিলেজে অ্যাথলিটদের খাওয়াদাওয়া , অনুশীলনের পাশাপাশি তাঁদের জন্য রাখা থাকে কন্ডোমও৷  কোনও গেমস ভিলেজই এর ব্যতিক্রম নয়৷ এবারের বার্মিংহ্যাম সিটিতে আয়োজিত হতে চলা কমনওয়েলথ গেমসেও নজর কাড়তে হাজির থাকছে কন্ডোম৷
advertisement
2/5
ইউনিভার্সিটি অফ বার্মিংহ্যাম এবং ইউনিভার্সিটি অফ ওয়ারউইককে গেমস ভিলেজ হিসেবে দেওয়া হয়েছে৷ এবারের কমনওয়েল গেমস খেলা শুরু হবে আর দিন তিনেকের মধ্যেই৷  সেই ক্ষেত্রে গেমস ভিলেজে প্লেয়ারদের যৌনজীবনও বড় আলোচনার বিষয় হতে পারে৷
ইউনিভার্সিটি অফ বার্মিংহ্যাম এবং ইউনিভার্সিটি অফ ওয়ারউইককে গেমস ভিলেজ হিসেবে দেওয়া হয়েছে৷ এবারের কমনওয়েল গেমস খেলা শুরু হবে আর দিন তিনেকের মধ্যেই৷  সেই ক্ষেত্রে গেমস ভিলেজে প্লেয়ারদের যৌনজীবনও বড় আলোচনার বিষয় হতে পারে৷
advertisement
3/5
প্রতিটা সাইটের জন্য ৫০ হাজার করে কন্ডোম দেওয়া হবে এমনটাই জানিয়েছে বার্মিংহ্যাম সিটি কাউন্সিল হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের পরামর্শ মত৷ দেড় লক্ষ কন্ডোম থাকলেও কাউন্সিলর পল টিসলে জানিয়েছেন এটা এমন কিছু বড় সংখ্যায় নয়৷ এবারের কমনওয়েলথ গেমসে মোট ৬৫০০ অ্যাথলিট  অংশ নিচ্ছেন৷
প্রতিটা সাইটের জন্য ৫০ হাজার করে কন্ডোম দেওয়া হবে এমনটাই জানিয়েছে বার্মিংহ্যাম সিটি কাউন্সিল হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের পরামর্শ মত৷ দেড় লক্ষ কন্ডোম থাকলেও কাউন্সিলর পল টিসলে জানিয়েছেন এটা এমন কিছু বড় সংখ্যায় নয়৷ এবারের কমনওয়েলথ গেমসে মোট ৬৫০০ অ্যাথলিট  অংশ নিচ্ছেন৷
advertisement
4/5
এবারের কমনওয়েলথ গেমস ২৮ জুলাই থেকে অগাস্টের ৮ তারিখ অবধি চলার কথা৷ যে পরিমাণ কন্ডোম দেওয়া হচ্ছে  তাতে ২৩ টি কন্ডোম প্রতি খেলোয়াড় পিছু দেওয়া হবে৷
এবারের কমনওয়েলথ গেমস ২৮ জুলাই থেকে অগাস্টের ৮ তারিখ অবধি চলার কথা৷ যে পরিমাণ কন্ডোম দেওয়া হচ্ছে  তাতে ২৩ টি কন্ডোম প্রতি খেলোয়াড় পিছু দেওয়া হবে৷
advertisement
5/5
 গত বছর জাপান অলিম্পিক্সের সময় ১ লক্ষ ৬০ হাজার কন্ডোম দেওয়া হয়েছিল, সেখানের থেকে এই মুহূর্তে কমনওয়েলথ গেমসে ১ লক্ষ ৫০ হাজার কন্ডোম দেওয়া হবে৷
 গত বছর জাপান অলিম্পিক্সের সময় ১ লক্ষ ৬০ হাজার কন্ডোম দেওয়া হয়েছিল, সেখানের থেকে এই মুহূর্তে কমনওয়েলথ গেমসে ১ লক্ষ ৫০ হাজার কন্ডোম দেওয়া হবে৷
advertisement
advertisement
advertisement