ন্যাথান লিঁও ফটো ক্যাপশনে লিখেছেন, ‘‘মিস্টার এন্ড মিসেস’’৷ বিয়ের ফটো শেয়ার করার সঙ্গে সঙ্গে লিঁওকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন মানুষজন৷ তাঁর সতীর্থ ক্রিকেটাররা এবং বর্তমান খেলোয়াড়রা সকলেই উইশ করছেন৷ শন অ্যাবোট,পিটার সিডল, অ্যালেক্স ক্যারি, ক্রিস গ্রিন, মিচেল স্বীপ্সন, ম্যাট রেনশো-র মতো ক্রিকেটাররা সামিল রয়েছেন৷ Photo Courtesy- (Instagram)
ন্যাথান লিঁও ২০২১বেন্ডিং ফিগরে বাগদানের ডায়মন্ড রিং নিয়ে ছবি দেখা গিয়েছিল৷ লিঁও এবং এম্মা ম্যাকার্থি ২০১৭ তে একে অপরকে ডেট করছেন৷ এম্মা মডেল এবং রিয়েল এস্টেট এজেন্ট৷ ন্যাথান লিঁও -র এটা দ্বিতীয় বিয়ে৷ এর আগের বউয়ের নাম মেল বারিং -র সঙ্গে হয়েছিল৷ যাঁর দুটো মেয়ে রয়েছে৷ Photo Courtesy- (Instagram)
ন্যাথান লিঁও টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় ১০ নম্বরে রয়েছেন৷ তাঁর কারণে কপিল দেব টপ টেন লিস্ট থেকে বেরিয়ে গেছেন৷ ন্যাথান লিঁও এখনও অবধি ১১০ টি টেস্টে ৪৩৮ উইকেট নিয়েছেন৷ যাতে ২০ বার ৫ উইকেট নিয়েছেন৷ আর ১০ উইকেট নিয়েছেন ৩ বার৷ Photo Courtesy- (Instagram)ন্যাথান লিঁও টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় ১০ নম্বরে রয়েছেন৷ তাঁর কারণে কপিল দেব টপ টেন লিস্ট থেকে বেরিয়ে গেছেন৷ ন্যাথান লিঁও এখনও অবধি ১১০ টি টেস্টে ৪৩৮ উইকেট নিয়েছেন৷ যাতে ২০ বার ৫ উইকেট নিয়েছেন৷ আর ১০ উইকেট নিয়েছেন ৩ বার৷ Photo Courtesy- (Instagram)