Dhruva Sarja in Martin: পাশবিক চেহারা বানালেন রোম্যান্টিক হিরো, টিজার লঞ্চে ঘটা! ‘পাঠান’কে টক্কর ধ্রুবর?

Last Updated:

Dhruva Sarja in Martin: 'কেজিএফ ২', 'কান্তারা'র পর নতুন কন্নড় ছবি নিয়ে আশায় বুক বাঁধছে কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। এই প্রথম কোনও ভারতীয় ছবির টিজার মুক্তি পেল এত ঘটা করে।

ধ্রুব সারজা
ধ্রুব সারজা
বেঙ্গালুরু: রোম্যান্টিক হিরো হিসেবেই পরিচিতি। এখন সেই ধ্রুব সারজাই যেন পশু! এখন তাঁর কেবল একটিই পরিচিতি, তিনি 'ভারতীয়'। আর সেই ভারতীয় 'মার্টিন'ই রাতের ঘুম কাড়বে পাক সেনার। 'কেজিএফ ২', 'কান্তারা'র পর নতুন কন্নড় ছবি নিয়ে আশায় বুক বাঁধছে কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি।
এই প্রথম কোনও ভারতীয় ছবির টিজার মুক্তি পেল এত ঘটা করে। টিজার মুক্তির প্রিমিয়ারে সাক্ষী থাকল সমগ্র দেশের সাংবাদিকরা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম।
advertisement
বেঙ্গালুরুর একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'মার্টিন'-এর টিজার। এপি অর্জুন পরিচালিত এই ছবিতে ধ্রুব সারজা ছাড়াও অভিনয় করেছেন বৈভবী শাণ্ডিল্য, অন্বেষী জৈন প্রমুখ। অ্যাকশনে পরিপূর্ণ টিজার। যদিও 'কেজিএফ ২'-এর মতোই জাম্পকাটে ভরা টিজারে রোমাঞ্চিত হয়েছেন গোটা দেশের দর্শক। আর তাই ইউটিউবে হু হু করে ভিউয়ার বাড়ছে টিজারের।
advertisement
এই প্রথম প্যান ইন্ডিয়ান ছবিতে অভিনয় করলেন ধ্রুব। কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবিটি। অর্জুন সারজার লেখা গল্পে ধ্রুবকে অত্যধিক ওজন বাড়াতে হয়েছিল। পাশবিক চেহারার প্রয়োজন ছিল। কিন্তু ছবির শ্যুটিংয়ের পরেই ১৫-১৬ কিলো ওজন কমিয়েছেন ধ্রুব।
advertisement
নায়কের কথায়, "ওজন বাড়ানোটা দেখলাম একদমই কঠিন নয়। কিন্তু কমাতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে আমায়।" টিজারে তাঁর পাশবিক চেহারা দেখার পর অনুষ্ঠানে সম্পূর্ণ ভিন্ন রূপ দেখে চমকে উঠতে হয়। ছবিমুক্তির তারিখ এখনও স্থির না হলেও বড় পর্দায় এই ছবি দেখার জন্য মুখিয়ে সারা দেশের মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dhruva Sarja in Martin: পাশবিক চেহারা বানালেন রোম্যান্টিক হিরো, টিজার লঞ্চে ঘটা! ‘পাঠান’কে টক্কর ধ্রুবর?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement