Dev: দেবের হাতে কোভিড হাসপাতালের উদ্বোধন ডেবরায়

Last Updated:

ডেবরায় কোভিড হাসপাতাল উদ্বোধন করলেন দেব ৷ সোমবার উদ্বোধনের পর হাসপাতালটি ঘুরে দেখেন তারকা-সাংসদ ৷

কলকাতা : ডেবরায় কোভিড হাসপাতাল উদ্বোধন করলেন দেব ৷ সোমবার উদ্বোধনের পর হাসপাতালটি ঘুরে দেখেন তারকা-সাংসদ ৷ জানান, এই হাসপাতালে ভেন্টিলেশন-সহ সবরকম চিকিৎসা পরিষেবা থাকবে ৷ সকলে মিলে একসঙ্গে যে এই কোভিড পরিস্থিতি পেরিয়ে যাওয়া সম্ভব হবে, সে বিষয়েও তিনি আত্মবিশ্বাসী ৷ সোমবার বিকেলে হাসপাতাল উদ্বোধন দেবের ফেসবুকে লাইভ দেখানো হয় ৷
অতিমারি পরিস্থিতিতে প্রথম থেকেই দেব সক্রিয় ৷ সামিল হয়েছেন ত্রাণ বিলিবন্টনেও ৷ ডেবরা ব্লকের সত্যপুর এলাকায় বাড় ঝিকুরিয়া গ্রামের বাসিন্দা এক অসুস্থ মহিলার শ্বাসকষ্টের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন হয় ৷ দেবের উদ্যোগে তাঁর কাছে পৌঁছে গিয়েছিল সিলিন্ডার ৷ রাস্তায় পড়ে থাকা এক বৃদ্ধার চিকিৎসার বন্দোবস্ত করেন তিনি ৷
advertisement
দাসপুর ও ঘাটালে কমিউনিটি কিচেনও তৈরি করেছেন দেব ৷ ডেবরায় নিজের কার্যালয়ে সেফ হোম খুলেছেন ঘাটালের তৃণূল সাংসদ ৷ তাঁর উদ্যোগে ঘাটাল হাসপাতাল ও বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করা হয়েছে ৷ সরকারি স্তর ছাড়া উদ্যোগ নিয়েছেন ব্যক্তিগত ভাবেও ৷ নিজের হোটেল থেকে করোনা আক্রান্তদের বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগও নিয়েছেন দেব ৷
advertisement
শুধু করোনাই নয় ৷ ইয়াসতাণ্ডবেও অগ্রণী ভূমিকা নিয়েছেন দেব ৷ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া থেকে পরে ত্রাণ বন্টন, সবক্ষেত্রেই তিনি ছিলেন সক্রিয় ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev: দেবের হাতে কোভিড হাসপাতালের উদ্বোধন ডেবরায়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement