Dev-Srijit Movie: জুটি বাঁধছেন দেব-সৃজিত, জন্মদিনে নায়কের 'টেক্কা', সঙ্গে কোন দুই টলি নায়িকা? প্রকাশ্যে প্রথম পোস্টার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Dev-Srijit Movie: এর আগে ২০১৬ সালে সৃজিতের ‘জুলফিকার’-এ দেখা গিয়েছিল দেবকে। তার ৭ বছর পরে ফের দেব আর সৃজিত জুটি বাঁধছেন পর্দায়। গত জুলাই মাসেই প্রথমবার জানা গিয়েছিল, টলিউডের দুই তারকা জুটি বাঁধছেন।
কলকাতা: বড় দিন মানেই দেবের জন্মদিন। দ্বিগুণ আনন্দ টলিপ্রেমীদের। আর এই বড়দিনে ভক্তদের বড় উপহার দিলেন সুপারস্টার। নতুন ছবি আসতে চলেছে। অভিনয়ে করবেন তিনি।
advertisement
advertisement
তবে ক্যামেরার পিছনেও বড় চমক। আরও একবার দেবকে পরিচালনা করবেন সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম, ‘টেক্কা।’
‘টেক্কা’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আনলেন ৪১ বছরের সুপারস্টার। পোস্টে লিখলেন, ‘সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক…’, আগামীk পুজোতেই মুক্তি পাবে এই ছবি। দেবের সঙ্গে দুই নায়িকা, রুক্মিণী মৈত্র আর স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাবে এখানে। প্রযোজনায় দেবের প্রোডাকশন হাউস।
advertisement
এর আগে ২০১৬ সালে সৃজিতের ‘জুলফিকার’-এ দেখা গিয়েছিল দেবকে। তার ৭ বছর পরে ফের দেব আর সৃজিত জুটি বাঁধছেন পর্দায়। গত জুলাই মাসেই প্রথমবার জানা গিয়েছিল, টলিউডের দুই তারকা জুটি বাঁধছেন। এবার জানা গেল, তাঁদের সঙ্গে নাম লিখিয়েছেন, রুক্মিণী এবং স্বস্তিকার মতো তারকারাও। এবার অপেক্ষা কবে ছবির কাজ শুরু হয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 25, 2023 9:28 PM IST