Daler mehndi arrested| 2 year jail term: ১৫ বছর আগের মানবপাচার মামলায় দু’বছরের জেল গায়ক দালের মেহেন্দির

Last Updated:
#মুম্বই:
মানব পাচারের মামলায় বিখ্যাত গায়ক দালের মেহেন্দির দুই বছরের সাজা বহাল রেখেছে পাতিয়ালা আদালত। আজ আদালতে এই সাজা নিয়ে শুনানি হয়, যার পরে আদালত এই মামলায় দালের মেহেন্দির দোষী সাব্যস্ত করেন। মামলার শুনানিকালে আদালত দালের মেহেন্দিকে দোষী সাব্যস্ত করে কিছুক্ষণ পর সাজা দেন। এই মামলাটি ২০০৩ সালের মানব পাচারের ঘটনা। ১৫ বছর পর এই মামলার রায় হল।
advertisement
রায়ের পরপরই দালের মেহেন্দিকে পুলিশ হেফাজতে নেয়। ২০০৩ সালে, বাল বেদা গ্রামের বাসিন্দা বকশীশ সিং-এর অভিযোগের ভিত্তিতে সদর থানা দালের মেহেন্দি, তার ভাই শমসের মেহেন্দি ধ্যান সিং এবং বুলবুল মেহতার বিরুদ্ধে প্রতারণা করে ২০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে মামলা দায়ের করে। তাদের বিদেশে পাঠানোর জন্য।
advertisement
advertisement
আদালতের সিদ্ধান্তের পর, দালের মেহেন্দিকে চিকিৎসার জন্য পাতিয়ালার সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৯সেপ্টেম্বর ২০০৩-এ, শমসের মেহেন্দির বিরুদ্ধে একটি মিউজিক ব্যান্ডের মাধ্যমে অবৈধভাবে মানুষকে বিদেশে নিয়ে যাওয়ার অভিযোগ ছিল। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।
advertisement
শমসের মেহেন্দি দালের মেহেন্দির বড় ভাই। জিজ্ঞাসাবাদে এ মামলায় দালের মেহেন্দির নামও উঠে আসে। ২০০৩ সালে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল এবং ১৫বছর পর ২০১৮ সালে নিম্ন আদালত তাকে ২ বছরের সাজা দেয়, যা এখন দায়রা আদালত বহাল রেখেছে।
২০০৩ সালে, দালের মেহেন্দির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। তিনি অবৈধভাবে লোকজনকে বিদেশে পাঠিয়ে নিগৃহিতদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেন বলে অভিযোগ। এ ঘটনায় দুই ভাইয়ের বিরুদ্ধে প্রায় ৩৫টি অভিযোগ পাওয়া গিয়েছে। দালের মেহেন্দি ও শমসের মেহেন্দি লোকজনকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য টাকা নিতেন বলে অভিযোগ। অভিযোগ, কিছু লোককে বিদেশে নিয়ে যাওয়া হয়নি, তাদের টাকাও ফেরত দেওয়া হয়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Daler mehndi arrested| 2 year jail term: ১৫ বছর আগের মানবপাচার মামলায় দু’বছরের জেল গায়ক দালের মেহেন্দির
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement