Bigg Boss 16| Salman Khan: সত্যিই বিগবসের সঞ্চালনায় ১হাজার কোটি টাকা নেবেন সলমন? শো শুরু আগেই হইচই

Last Updated:

তিনি থাকা মানেই তো শোয়ের টিআরপি আরও বেড়ে যাওয়া৷

#মুম্বই: বিগ বসের হোস্ট সলমন খান৷ শেষ ১৩টি বিগবস সিজন তিনিই ছিলেন সঞ্চালক৷ এবং সঞ্চালনার মাধ্যমেও টিভিতে নিজের ক্যারিশমা বজায় রেখেন সল্লু মিঞা৷ বিগ বস সুপারহিট শো৷ আর সলমন তো সকলের চোখের মণি! তিনি থাকা মানেই তো শোয়ের টিআরপি আরও বেড়ে যাওয়া৷ বিগ বস শো-তে তৈরি হয় নানা বিতর্ক৷ তার মধ্যে বলিউড ব্যাড বয়ের উপস্থিতি যেন সেই বিতর্কগুলিকে আরও জনপ্রিয় করে তুলেছে৷ এবার বিগ বস ১৬-র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে৷ এই শো সঞ্চালনার এবারও থাকবেন সলমন খান৷ তবে শোয়ের পারিশ্রমিক হিসেবে তিনি নেবেন ১হাজার কোটি টাকা! এমনই গুঞ্জন৷
টেলিচক্করের খবর অনুযায়ী, আগের সিজনগুলির তুলনায় সলমন তিনগুণ বেশি পারিশ্রমিক চেয়েছেন৷ কারণ তিনি আগের ২-৩ বার নিজের চার্জ বাড়িয়ে নেননি৷ তবে এবার তিনি বলেই দিয়েছেন যে বেশি টাকা না পেলে এই শো তিনি করছেন না৷ যদিও এই নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি৷
advertisement
advertisement
যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে সলমনের সঙ্গে চুক্তির হবে ১০৫০ হাজার কোটি টাকার৷ কারণ শেষ শো গুলিতে তিনি পেতেন প্রায় ৩৫০শো কোটি টাকা৷ একটি সংবাদিক সম্মেলনে সলমন এটাও জানান যে তিনি শো ছেড়ে যেতে চাইলেও, প্রযোজকরা তাঁকে বাঁধা দিয়েছেন৷
advertisement
এরই মধ্যে ১৭জন প্রতিযোগীর সঙ্গে যোগাযোগ করেছে বিগ বসের টিম৷ কারা কারা এই অফার নেবেন, তা এখনও স্পষ্ট নয়৷ অরুণ বিজলানি, দিব্যাঙ্কা ত্রিপাঠী, শিবাঙ্গী জোশি, টিনা দত্ত, আরুষি দত্ত, পুণম পান্ডে, শিবম শর্মা, জয় দুধানে, মুনমুন দত্ত, অজমা ফালাহ, ক্যাট ক্রিশ্চান, জন্নত, জুবেয়, ফয়সল শেখ, কেভিন অলমাসিফর, বসির আলির সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা চলছে৷
advertisement
তবে বিগ বস আর সলমন যেহেতু সমর্থক, তাই শো শুরুর আগেই সলমনই তৈরি করে দিলেন এই বিখ্যাত শো নিয়ে বিতর্ক! একটি শো হোস্টের জন্য সত্যিই কি সলমন ১হাজার কোটি দর হাঁকাবেন এবং সেই দাবি মেনে নেওয়া হবে কিনা, এটাই সব থেকে বড় প্রশ্ন ও আলোচনার বিষয় বিগ বস সিজন ১৬-র৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bigg Boss 16| Salman Khan: সত্যিই বিগবসের সঞ্চালনায় ১হাজার কোটি টাকা নেবেন সলমন? শো শুরু আগেই হইচই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement