Bigg Boss 16| Salman Khan: সত্যিই বিগবসের সঞ্চালনায় ১হাজার কোটি টাকা নেবেন সলমন? শো শুরু আগেই হইচই

Last Updated:

তিনি থাকা মানেই তো শোয়ের টিআরপি আরও বেড়ে যাওয়া৷

#মুম্বই: বিগ বসের হোস্ট সলমন খান৷ শেষ ১৩টি বিগবস সিজন তিনিই ছিলেন সঞ্চালক৷ এবং সঞ্চালনার মাধ্যমেও টিভিতে নিজের ক্যারিশমা বজায় রেখেন সল্লু মিঞা৷ বিগ বস সুপারহিট শো৷ আর সলমন তো সকলের চোখের মণি! তিনি থাকা মানেই তো শোয়ের টিআরপি আরও বেড়ে যাওয়া৷ বিগ বস শো-তে তৈরি হয় নানা বিতর্ক৷ তার মধ্যে বলিউড ব্যাড বয়ের উপস্থিতি যেন সেই বিতর্কগুলিকে আরও জনপ্রিয় করে তুলেছে৷ এবার বিগ বস ১৬-র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে৷ এই শো সঞ্চালনার এবারও থাকবেন সলমন খান৷ তবে শোয়ের পারিশ্রমিক হিসেবে তিনি নেবেন ১হাজার কোটি টাকা! এমনই গুঞ্জন৷
টেলিচক্করের খবর অনুযায়ী, আগের সিজনগুলির তুলনায় সলমন তিনগুণ বেশি পারিশ্রমিক চেয়েছেন৷ কারণ তিনি আগের ২-৩ বার নিজের চার্জ বাড়িয়ে নেননি৷ তবে এবার তিনি বলেই দিয়েছেন যে বেশি টাকা না পেলে এই শো তিনি করছেন না৷ যদিও এই নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি৷
advertisement
advertisement
যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে সলমনের সঙ্গে চুক্তির হবে ১০৫০ হাজার কোটি টাকার৷ কারণ শেষ শো গুলিতে তিনি পেতেন প্রায় ৩৫০শো কোটি টাকা৷ একটি সংবাদিক সম্মেলনে সলমন এটাও জানান যে তিনি শো ছেড়ে যেতে চাইলেও, প্রযোজকরা তাঁকে বাঁধা দিয়েছেন৷
advertisement
এরই মধ্যে ১৭জন প্রতিযোগীর সঙ্গে যোগাযোগ করেছে বিগ বসের টিম৷ কারা কারা এই অফার নেবেন, তা এখনও স্পষ্ট নয়৷ অরুণ বিজলানি, দিব্যাঙ্কা ত্রিপাঠী, শিবাঙ্গী জোশি, টিনা দত্ত, আরুষি দত্ত, পুণম পান্ডে, শিবম শর্মা, জয় দুধানে, মুনমুন দত্ত, অজমা ফালাহ, ক্যাট ক্রিশ্চান, জন্নত, জুবেয়, ফয়সল শেখ, কেভিন অলমাসিফর, বসির আলির সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা চলছে৷
advertisement
তবে বিগ বস আর সলমন যেহেতু সমর্থক, তাই শো শুরুর আগেই সলমনই তৈরি করে দিলেন এই বিখ্যাত শো নিয়ে বিতর্ক! একটি শো হোস্টের জন্য সত্যিই কি সলমন ১হাজার কোটি দর হাঁকাবেন এবং সেই দাবি মেনে নেওয়া হবে কিনা, এটাই সব থেকে বড় প্রশ্ন ও আলোচনার বিষয় বিগ বস সিজন ১৬-র৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bigg Boss 16| Salman Khan: সত্যিই বিগবসের সঞ্চালনায় ১হাজার কোটি টাকা নেবেন সলমন? শো শুরু আগেই হইচই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement