এখনও শিক্ষা হয়নি৷ কতবার পোশাকের জন্য নিজের দেহ ক্ষতবিক্ষত হয়েছে৷ তাও তিনি পরেই সাহসী পোশাক৷ সাহসী মানে শুধু শরীর দেখানো বা উন্মুক্ত নয়৷ কখনও মোটা চেন বা কাঁচের জামা পরে নিজেই আহত করেছেন উর্ফি৷ সেই চিহ্নের ছবি আবার পোস্ট করেছেন তিনি৷
2/ 11
এবার তিনি পরলেন ব্লেডের ড্রেস৷ সারা ড্রস জুড়ে ঝুলছে ব্লেড! খুবই অদ্ভূত লাগছে তাকে৷ এবং অন্যান্য পোশাকের মতো এই ড্রেসটি ভীষণ অন্যরকম৷ কালো রঙের জামায় শয়ে শয়ে রয়েছে ব্লেড৷
3/ 11
তবে উর্ফি তো বলেই দিচ্ছেন, বি ইউর সেল্ফ৷ অর্থাৎ নিজের মতো থাকতে বলছেন এই উঠতি মডেল৷
4/ 11
এর আগে সাজের চোটে রক্তাক্ত হয়েছেন ইনস্টাগ্রাম সেনসেশন Urfi Javed!
5/ 11
তাঁর ফ্যাশন নিয়ে তো কথা বলার নেই৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফলছেন তাঁর ভক্তের সংখ্যা৷ হু হু করে বেড়ে যাচ্ছে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা৷
6/ 11
সেই থেকে বাড়ছে তাঁর আয়৷ এভাবেই দিনের পর দিন নিজের পোশাকের মাধ্যমে সকলকে মজিয়ে রাখছেন উর্ফি৷
7/ 11
যে পোশাক বা সাজের জন্য তাঁকে নিয়ে মাতামাতি, সেই সাজই হল উর্ফির কাল৷ কাপড়ের বদলে স্তনযুগল ঢেকেছিলেন মোটা শিকলে৷ যার জেরে গলায় চাপ পড়ল এবং রক্তও জমে কালশিটে পড়ে গেল!
8/ 11
আর উর্ফি সেই ছবি পোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নিলেন৷ বোঝাতে চেষ্টা করলেন যে ফ্যাশনের জন্য কত কী সহ্য করতে হচ্ছে তাঁকে৷
9/ 11
এর আগে একটি কাঁচের পোশাক পরে রক্তপাত পর্যন্ত হয়েছিল উর্ফি জাভেদের৷ তবুও তাঁর শিক্ষা হয়নি৷ ট্রোলও হন তিনি, তবু উর্ফির নিজের মতোই রয়েছেন৷ পোশাক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেই চলেছেন৷ এবং অধিকাংশ ক্ষেত্রে তা বেমানানই হচ্ছে৷
10/ 11
বিগ বস ওটিটি থেকে নিজের পরিচিতি বাড়িয়েছেন নায়িকা৷ যদিও সেভাবে অভিনয় জগতে তাঁকে দেখতে পাওয়া যায়নি৷ বিগ বসের ঘরে বেশি দিন টিকতে পারেননি উরফি৷
11/ 11
তারপর থেকে তাঁকে আর কোনও শোতেও দেখতে পাওয়া যায়নি৷ চন্দ্র নন্দিনী, বড়ে ভাইয়া কি দুলহানিয়া, সাত ফেরে কি হেরা ফেরি, ইয়ে রিস্তা কয়া কেহলাতা হেয়, কসউটি জিন্দেগি কে ২- সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে৷ তারপর তিনি বিগ বসের ঘরে আসেন৷