২০১৮ কচি-কাঁচাদের! শুটিং শুরু হচ্ছে বিদীপ্তা আর বিরসা কন্যা ইদা-র ছবি 'মিষ্টি'র
Last Updated:
২০১৮ কচি-কাঁচাদের! শুটিং শুরু হচ্ছে বিদীপ্তা আর বিরসা কন্যা ইদা-র ছবি 'মিষ্টি'র
#কলকাতা: ২০১৮ কচি-কাঁচাদের! বছর শুরু থেকেই টলিউডে রাজ করছে ছোটদের ছবি! এ'বছর এখন পর্যন্ত বক্সঅফিসে সবথেকে বেশি ব্যবসা দিয়ে শিবপ্রদাস মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের 'হামি'। দ্বিতীয় স্থানে রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের 'উমা'। বিপুল প্রশংশিত সৌকর্য ঘোষালের 'রেনবো জেলি'! শুটিং শুরু হয়ে গিয়েছে রাজ চক্রবর্তীর 'অ্যাডভেঞ্চারস অফ জোজো'-র!
এবার, পাইপলাইনে আরও একটা ছোটদের ছবি, 'মিষ্টি'! পরিচালক শতরূপা সান্যাল। প্রধান চরিত্রে বিদীপ্তা চক্রবর্তী আর পরিচালক বিরসা দাশগুপ্তর কন্যা ইদা। ‘সব ভুতুড়ে’ আর বেশ কয়েকটি বিজ্ঞাপন শুট করার পর ইদা এখন বাঙালির কাছে পরিচিত মুখ। আর এই ছবিতে ইদার সঙ্গী ঋতুপর্ণা সেনগুপ্ত। কিছুদিনের মধ্যেই শুরু হবে শুটিং।
'মিষ্টি' ফ্যান্টাসি ড্রামা। একটা বাচ্চা মেয়ের কল্পনার জগতে পাড়ি দেওয়ার গল্প। তাঁর এই যাত্রায় অনেক বাধা-বিপত্তি আসে, তৈরি হয় নানা সমস্যা! কিন্তু তারপরেও মেয়েটি হাল ছাড়েনা! 'মিষ্টি'র পরতে পরতে ফুটে উঠেছে সেই স্বপ্নপূরণের ছবিই!
advertisement
advertisement
সিনেমাটার একটা অভিনব দিক, প্রায় গোটা ছবিই মহিলা পরিচালিত। প্রযোজনা, পরিচালনা, চিত্রনাট্যর পাশাপাশি সিনেম্যাটোগ্রাফি, আর্ট ডিরেকশন, সবকিছুই সামলাচ্ছেন মহিলারা! এককথায়, 'অল উওম্যান ইউনিট'-এর ছবি! রয়েছেন ঋতাভরী চক্রবর্তীও। ছবির প্রোডাকশনের কাজে মা'কে পুরোদমে সাহায্য করছেন মেয়ে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 23, 2018 12:00 PM IST










