বিয়ে করছি না, সোজাসুজি লুলিয়া !

Last Updated:

এই বছরেই নাকি বিয়ে করতে চলেছেন সলমন খান ৷ আর পাত্রী নাকি লুলিয়া ভান্তুর ৷

#মুম্বই: এই বছরেই নাকি বিয়ে করতে চলেছেন সলমন খান ৷ আর পাত্রী নাকি লুলিয়া ভান্তুর ৷ এমনটাই গুঞ্জন বেশ কয়েকমাস ধরে ৷ এমনকী, এই নিয়ে নানারকম মন্তব্য, নানারকম ছবি, সবই সামনে নিয়ে এসেছে খোদ খান পরিবার ৷ কিন্তু একী হল! লুলিয়া ভান্তুর নিজেই নসাৎ করল গোটা কাব্য !
এতদিন লুলিয়া চুপ করেই ছিলেন ৷ চুপচাপ শুনে যাচ্ছিলেন সলমনকে নিয়ে রটে যাওয়া নানা কথা ৷ কিন্তু শেষমেশ আর পারলেন না নিজের রাগ লুকিয়ে রাখতে, সোজাসুজি এবার জবাব দিলেন সলমন প্রসঙ্গে ৷
এমনিতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই ৷ কিন্তু যখন গুঞ্জনের পারদ চড়ল, তখন সোশ্যাল নেটওয়ার্কিংয়েই লুলিয়া জানিয়েদিলেন বিয়ে তিনি করছেন না ৷ ইনস্টাগ্রামে নতুন এক ছবি আপলোড করে স্পষ্টই বিয়ের খবরকে নসাৎ করলেন লুলিয়া ৷
advertisement
advertisement
লুলিয়া লিখলেন, ‘প্রিয় বন্ধুরা, আমি সাধারণত গুঞ্জন নিয়ে কোনও কথা বলি না...তবে এবার আমার মনে হয় মুখ খোলা উচিত ৷ আমি কোনও দিনই বিবাহিত ছিলাম না, আর আমার বিয়ের পোশাক পরার কোনও তাড়াহুড়োও নেই ! ভগবান সবার মঙ্গল করুন !’
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ে করছি না, সোজাসুজি লুলিয়া !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement