Bollywood Dance in Burdwan: রবীন্দ্রনৃত্য নয়, বাড়ছে হিন্দি গানে নাচের ঝোঁক, নেপথ্যে কি রিয়্যালিটি শো!

Last Updated:

বাংলার ঐতিহ্য রবীন্দ্র নৃত্য বা ধ্রুপদী নৃত্যের বদলে কেন এই হিন্দি নাচে ঝোঁক বাড়ছে? ‘মুভস’-এর কর্ণধার তথা কোরিওগ্রাফার রোহিতের মতে, টিভির রিয়্যালিটি শো তার অন্যতম কারণ।

বর্ধমানের নাচের স্কুল
বর্ধমানের নাচের স্কুল
বর্ধমান: রাজ কাপুরকে শ্রদ্ধা জানাল বর্ধমানের ‘মুভস ড্যান্স স্কুল’। আগামী বছর রাজ কাপুরের জন্ম শতবর্ষ। তার আগে তাদের বার্ষিক অনুষ্ঠানে মহান শিল্পীকে শ্রদ্ধা জানাল ‘মুভস’। বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে নৃত্যের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় বলিউড কিং শাহরুখ খানকেও। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ‘মুভস’-এর কর্ণধার রোহিত সিং। অনুষ্ঠানে ‘মেরা নাম জোকার’-সহ রাজ কাপুরের বিভিন্ন কালজয়ী গানের সঙ্গে নাচ পরিবেশিত হয়। ছিল পুরনোর সঙ্গে নতুনের মেলবন্ধন। রাজ কাপুরের পাশাপাশি নাচে-গানে  সম্মান জানানো হয় শাহরুখ খানকেও। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুদীপা সরকার ও কল্লোল কোনার।
বর্ধমানে এখন নৃত্য শিক্ষার অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন আর কেবল রবীন্দ্র নৃত্য, কত্থক, ওড়িসি বা ক্লাসিক্যাল ডান্সের প্রতি সেভাবে আগ্রহ দেখাচ্ছেন না অভিভাবকরা। রিয়ালিটি ড্যান্স-শোর এই জমানায় হিন্দি নাচের ওপর ঝোঁক দিন দিন বাড়তেই থাকছে। ভাল কোরিওগ্রাফি ভাবনার ক্ষেত্রেও বাড়তি সময় দিচ্ছেন প্রশিক্ষকরা। সে জন্য ডান্স স্কুলগুলিতে ফিজিক্যাল ফিটনেসের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
করোনার সময় দীর্ঘ বেশ কয়েক মাস নাচ-গানের প্রশিক্ষণ কেন্দ্রগুলি বন্ধ হয়ে ছিল। তার ফলে অনেকের রুজি রোজগার তলানিতে গিয়ে ঠেকেছিল। পরবর্তী সময় অন লাইন ক্লাস চালু হলেও তাতে সম্পূর্ণ সাড়া মেলেনি। সেই জায়গায় এখন ডান্স প্রশিক্ষণ ফের স্বমহিমায় ফিরে এসেছে।
advertisement
বাংলার ঐতিহ্য রবীন্দ্র নৃত্য বা ধ্রুপদী নৃত্যের বদলে কেন এই হিন্দি নাচে ঝোঁক বাড়ছে? ‘মুভস’-এর কর্ণধার তথা কোরিওগ্রাফার রোহিতের মতে, টিভির রিয়্যালিটি শো তার অন্যতম কারণ। এছাড়াও এখন অনেকেই হিন্দি নাচকে ভবিষ্যতের পেশা হিসেবে দেখছেন। শুধু মঞ্চে নাচ করে অর্থ উপার্জন নয়, বিগ বাজেটের বিয়ে বাড়িতে নাচ করানো অন্যতম বিষয় হয়ে উঠছে। দিল্লি মুম্বইয়ের বিয়ের সংস্কৃতি ক্রমশই ঢুকে পড়ছে এই রাজ্যে। শুধুমাত্র ডান্সের জন্যই বিয়েতে দু-তিন লাখ টাকা বাজেট ধরা হচ্ছে। নতুন নতুন কোরিওগ্রাফির চাহিদা বাড়ছে। শিল্পীর প্রয়োজন বাড়ছে। তার ফলে হিন্দি নাচ শেখার প্রবণতাও বাড়ছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Dance in Burdwan: রবীন্দ্রনৃত্য নয়, বাড়ছে হিন্দি গানে নাচের ঝোঁক, নেপথ্যে কি রিয়্যালিটি শো!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement