‘হায় ম্যায় কেয়া করু’- গানে শরীরি হিল্লোল তুললেন দুই সুন্দরী, তুমুল বেলিডান্সে ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পুরো শরীরে যেভাবে আন্দোলন হচ্ছে তাতে চমকে উঠছে...
#কলকাতা: ভাইরাল ভিডিও এখন ট্রেন্ডিং , তা সে সালের বদল হোক বা দশকের বদল হোক ৷ এই ট্রেন্ড এখন জারি ৷ 2020 তেও যা বোঝা যাচ্চে বাজার কাঁপাবে এইসব ভিডিওই ৷ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিভিন্ন আলাদা হ্যান্ডেল থেকে এইসব ভিডিও নিয়মিত আপলোড হয় ৷ এটাকেই জনপ্রিয় হওয়ার প্ল্যাটফর্ম হিসেবে ধরে নেওয়া হয়েছে ৷ বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ভিডিওগুলি দিয়ে যেরকম ভিউ হয় তার একটা নির্দিষ্ট দর্শক সংখ্যা পেরোনোর পরেই তারা টাকাও উপার্জন করতে পারেন এই সব ভিডিও থেকে ৷
কখনো কখনো এইসব ভিডিও নির্মল আনন্দের জন্য তৈরি হয় ৷ আবার অনেক সময়েই এখানে সত্যি প্রতিভারও এখানে নিজেদের মেলে ধরেন ৷ এরকমই একটি ভাইরাল ডান্স ভিডিও এখন ফেসবুক মাতাচ্ছে ৷ যেখানে দুই তরুণী অপূর্ব বেলিডান্সে মাতিয়েছেন ৷
advertisement
advertisement
হায় ম্যায় কেয়া করু গানের সঙ্গে দুই সুন্দরীর নাচ দেখে মুগ্ধ দর্শক ৷ বক্ষদেশ থেকে পেট এমনভাবে মিউজিকের হিল্লোলে উত্তাল হচ্ছে তাতে বাকরুদ্ধ সকলে ৷ দেখে নিন সেই ভিডিও ৷
এই ভিডিওটি আপলোড হয়েছে মেলভিন লুইস নামের হ্যান্ডেল থেকে ৷ এই ভিডিও ভিউ হয়েছে কয়েক লক্ষ আর শেয়ার হয়েছে হাজার খানেক ৷
advertisement
আরও দেখুন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 01, 2020 3:19 PM IST