‘হায় ম্যায় কেয়া করু’- গানে শরীরি হিল্লোল তুললেন দুই সুন্দরী, তুমুল বেলিডান্সে ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল

Last Updated:

পুরো শরীরে যেভাবে আন্দোলন হচ্ছে তাতে চমকে উঠছে...

#কলকাতা: ভাইরাল ভিডিও এখন ট্রেন্ডিং , তা সে সালের বদল হোক বা দশকের বদল হোক ৷ এই ট্রেন্ড এখন জারি ৷ 2020 তেও যা বোঝা যাচ্চে বাজার কাঁপাবে এইসব ভিডিওই ৷ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিভিন্ন আলাদা হ্যান্ডেল থেকে এইসব ভিডিও নিয়মিত আপলোড হয় ৷ এটাকেই জনপ্রিয় হওয়ার প্ল্যাটফর্ম হিসেবে ধরে নেওয়া হয়েছে  ৷ বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ভিডিওগুলি দিয়ে যেরকম ভিউ হয় তার একটা নির্দিষ্ট দর্শক সংখ্যা পেরোনোর পরেই তারা টাকাও উপার্জন করতে পারেন এই সব ভিডিও থেকে ৷
কখনো কখনো এইসব ভিডিও নির্মল আনন্দের জন্য তৈরি হয় ৷ আবার অনেক সময়েই এখানে সত্যি প্রতিভারও এখানে নিজেদের মেলে ধরেন ৷ এরকমই একটি ভাইরাল ডান্স ভিডিও এখন ফেসবুক মাতাচ্ছে ৷ যেখানে দুই তরুণী অপূর্ব বেলিডান্সে মাতিয়েছেন ৷
advertisement
advertisement
হায় ম্যায় কেয়া করু গানের সঙ্গে দুই সুন্দরীর নাচ দেখে মুগ্ধ দর্শক ৷ বক্ষদেশ থেকে পেট এমনভাবে মিউজিকের হিল্লোলে উত্তাল হচ্ছে তাতে বাকরুদ্ধ সকলে ৷ দেখে নিন সেই ভিডিও ৷
এই ভিডিওটি আপলোড হয়েছে মেলভিন লুইস নামের হ্যান্ডেল থেকে ৷ এই ভিডিও ভিউ হয়েছে কয়েক লক্ষ আর শেয়ার হয়েছে হাজার খানেক ৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘হায় ম্যায় কেয়া করু’- গানে শরীরি হিল্লোল তুললেন দুই সুন্দরী, তুমুল বেলিডান্সে ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement