#জুরিখ : বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পাওয়ার কাপল নিউ ইয়ার বরণ করে নিলেন একেবারে নিজেদের ‘পারফেক্ট আন্দাজে’ ৷ সইফ আলি খান , করিনা কাপুর, বরুণ ধাওয়ান, নাতাশা সকলেই রয়েছেন সুইৎজারল্যান্ডে ৷ নিজের ফ্যানদের উদ্দেশ্যে দিয়েছিলেন নতুন বছরের বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন ৷
২০১৯ ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে বিরাট কোহলির দারুণ কেটেছে ৷ বিশ্বকাপ হাতছাড়া হলেও বাকি সবক্ষেত্রেই সফল টিম ইন্ডিয়া ৷ সিরিজের পর সিরিজ জয় -ঘরে বাইরে দারুণ দাপট দেখিয়েছে ভারতীয় দল ৷ ক্রিকেটেই বুঁদ ছিলেন বিরাট ৷ তবে তারমধ্যে থেকেও সময় করে অনুষ্কা শর্মার সঙ্গে বেশ কয়েকটি ছুটি কাটিয়েছেন ৷
আরও পড়ুন - #ViralVideo: নীল শিফন, হাতে আঁচল,‘কাটে নেহি কাটতি ইয়ে রাত’-গানে সুন্দরীর ঠুমকায় মাতোয়ার নেটিজেনরা
অনুষ্কা শর্মার নিউ ইয়ার সেলিব্রেশনের ছবি ছাড়াও নিজেদের সুইৎজারল্যান্ডের ছবি শেয়ার করেছেন ৷ বিরাটকে আবার কিউটি বলে ডেকেছেন ৷
সুইৎজারল্যান্ডের দারুণ প্রাকৃতিক প্রেক্ষাপট থেকে নতুন বছরের জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছেন ৷সকলের ২০২০ আরও ভালো যাক এটাই উইশ করেছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা ৷ আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anushka Sharma, New Year 2020, Virat Kohli, অনুষ্কা শর্মা, নিউইয়ার ২০২০, বিরাট কোহলি