Viral Video | Rajkummar Rao Patralekhaa Wedding: বিয়েতে রাজকুমারকেও সিঁদুর পরালেন পত্রলেখা, তুমুল ভাইরাল এই ভিডিও

Last Updated:

মুহূর্তে ভাইরাল হয়েছে রাজকুমার রাও ও পত্রলেখার বিয়ের এই ভিডিও। ( Viral Video | Rajkummar Rao Patralekhaa Wedding)

বিয়েতে রাজকুমারকেও সিঁদুর পরালেন পত্রলেখা, তুমুল ভাইরাল এই ভিডিও
বিয়েতে রাজকুমারকেও সিঁদুর পরালেন পত্রলেখা, তুমুল ভাইরাল এই ভিডিও
#মুম্বই: প্রায় এক দশক প্রেমের সম্পর্কে থাকার পর গত সোমবার চণ্ডীগড়ে চারহাত এক হয়েছে অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখার। সম্প্রতি নিজেদের বিয়ের দিনের দারুণ এক ভিডিও শেয়ার করেছেন রাজকুমার (Viral Video | Rajkummar Rao Patralekhaa Wedding)। পত্রলেখার সঙ্গে বিয়ের নানা রীতি-নীতি ও মুহূর্তের কোলাজ রয়েছে সেই ভিডিওতে। দু'জনেই একে অপরের সঙ্গে সম্পর্কের কথা এবং বিয়ের আনন্দ ভাগ করে নিয়েছেন এই ভিডিওতে (Viral Video | Rajkummar Rao Patralekhaa Wedding)। সেই ভিডিওতেই একটি অংশে দেখা গিয়েছে, পত্রলেখাকে রাজকুমার সিঁদুর পরিয়ে দিতে বলছেন। আর তাতেই ভক্তদের মন জয় করেছে এই ভিডিও (Viral Video | Rajkummar Rao Patralekhaa Wedding)।
মুহূর্তে ভাইরাল হয়েছে রাজকুমার রাও ও পত্রলেখার বিয়ের এই ভিডিও। হিন্দু রীতি মেনে পত্রলেখার সিঁথিতে সিঁদুর পরানো মাত্রই রাজকুমারকে বলতে শোনা যাচ্ছে, 'তুমিও লাগিয়ে দাও'। আর তার পরেই রাজকুমারকে সিঁদুর লাগিয়ে দিলেন পত্রলেখা। গত সোমবারই এই তারকা জুটি চণ্ডীগড়ে বিয়ে সেরেছেন। প্রায় ১১ বছর ধরে সম্পর্কে থাকার পর শেষ পর্যন্ত বিয়ে করলেন রাজকুমার ও পত্রলেখা। নিজেরাই সোশ্যাল মিডিয়ায় বিয়ের অসাধারণ সব ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই আনন্দের খবর। বিয়ের নানা রীতির ছবি শেয়ার করেছিলেন রাজকুমার ও পত্রলেখা।
advertisement
advertisement
advertisement
গত সোমবার রাজকুমারের সঙ্গে ১১ বছরের সম্পর্কের পরে বিয়ের পিঁড়িতে বসলেন পত্রলেখা। বিয়ের (Rajkumar Rao and Patralekha wedding) ছবি শেয়ার করে রাজকুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘‘অবশেষে ১১ বছরের ভালবাসা, প্রেম, বন্ধুত্ব এবং আনন্দের পর আমি বিয়ে করলাম৷ যাকে বিয়ে করলাম, সে আমার সব, আমার আত্মার সঙ্গী, আমার সেরা বন্ধু এবং আমার পরিবার৷ পত্রলেখা, তোমার স্বামী হিসেবে পরিচিত হওয়ার থেকে আনন্দ আজ আমার কিছুতেই নেই৷ এখন থেকে শুরু করে চিরকাল...এবং তার পরেও৷’’
advertisement
আরও পড়ুন: 'ও বৌদি'! ডাক শুনে লজ্জায় লাল রাজকুমারের নতুন বউ পত্রলেখা, দেখুন ভাইরাল ভিডিও
শিলঙের প্রবাসী বাঙালি পত্রলেখা পালের বলিউডের ছবিতে আত্মপ্রকাশ রাজকুমার রাওয়ের বিপরীতেই৷ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিটিলাইটস’-এ তাঁদের অভিনয় প্রশংসিত হয়েছিল৷ এ ছাড়াও তিনি অভিনয় করেছেন ‘লভ গেমস’, ‘বদনাম গলি’, ‘নানু কি জানু’-সহ কিছু ছবিতে৷ তবে ছবিতে নয়, বাঙালিনীকে এক বিজ্ঞাপনে দেখে রাজকুমার মুগ্ধ হয়েছিলেন৷ ‘নিউটন’, ‘আলিগড়’, ‘লভ সেক্স অউর ধোকা’-র অভিনেতা তখনই তাঁকে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video | Rajkummar Rao Patralekhaa Wedding: বিয়েতে রাজকুমারকেও সিঁদুর পরালেন পত্রলেখা, তুমুল ভাইরাল এই ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement