Home /News /entertainment /
করিনাকেই বিয়ের খবর সবার আগে জানিয়েছিলেন শাহিদ

করিনাকেই বিয়ের খবর সবার আগে জানিয়েছিলেন শাহিদ

Kareena Kapoor, Shahid Kapoor & Mira Rajput.

Kareena Kapoor, Shahid Kapoor & Mira Rajput.

 • Share this:

  #মুম্বই: পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল শাহিদ কাপুর এবং করিনা কাপুর খানের ৷ সেই সম্পর্ক ভেঙে যাওয়ার দু’জনেই ঘর বেঁধেছেন অন্য মানুষের সঙ্গে ৷ করিনা বিয়ে করেছেন সইফ আলি খানকে ৷ আর মীরা রাজপুতকে বিয়ে করেছেন শাহিদ কাপুর ৷ চুটিয়ে সংসার করছেন এক কালের এই ‘লাভ-কাপল’ ৷ তবে জানেন কি, বিচ্ছেদের পর শাহিদ যে বিয়ে করতে চলেছেন, এই খবরটি তিনি প্রথম দিয়েছিলেন করিনাকেই ৷

  একটি অনুষ্ঠানে এসে এমনই অবাক করা তথ্য দিয়েছেন করিনা ৷ তাঁর এক্স বয়ফ্রেন্ড সংবাদ মাধ্যমকে সেই খবরটি দেওয়ার আগে তাঁকে এই খবরটি দিয়ে দিয়েছিলেন ৷ একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন এই দুই তারকা ৷ তখন দু’জনের মধ্যে কথা হয় ৷ আর সেখানেই শাহিদ কথাটি বলে ফেলেন ৷ এমনকী মিশার আগমনের কথাটিও সইফকে প্রথম বলেছিলেন শাহিদ ৷

  First published:

  Tags: Bollywood Actor, Bollywood Actress, Bollywood Celebrity, Kareena Kapoor, Love, Love Relation, Mira Rajput, Shahid Kapoor

  পরবর্তী খবর