Shah Rukh Khan: বাড়ি ফিরেছে আরিয়ান! ছেলের 'প্রত্যাবর্তনে' কি সিদ্ধি বিনায়ক মন্দিরে যাচ্ছেন শাহরুখ খান?

Last Updated:

Shah Rukh Khan: অবশেষে জামিন পেয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খান। খুশির হওয়া বইছে মান্নতে। ঘরের ছেলে ঘরে ফিরেছে।

সপরিবারে সিদ্ধিবিনায়ক দর্শনে শাহরুখ?
Photo : File Photo
সপরিবারে সিদ্ধিবিনায়ক দর্শনে শাহরুখ? Photo : File Photo
#মুম্বই : প্রায় একমাস কারাবাসের পরে অবশেষে জামিন পেয়েছে শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan)। খুশির হওয়া বইছে মান্নতে। ঘরের ছেলে ঘরে ফিরেছে। আবার মন্নতে ফিরেছেন শাহরুখপুত্র আরিয়ান (Aryan Khan)। আর সেই প্রত্যাবর্তনে কেবল কিং খানের পরিবার-পরিজনই নয়, মেতে উঠেছে দেশজুড়ে ছড়িয়ে থাকা তাঁর কোটি কোটি অনুরাগীরাও। মন্নতের বাইরে ঢল নেমেছে মানুষের। ছেলে বাড়ি ফেরায় স্বাভাবিক ভাবেই আনন্দের ঝলকানি, স্বস্তির হাসি খেলে গিয়েছে বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) চোখে মুখেও।
সূত্রের খবর গণপতি বাপ্পাকে ছেলে ঘরে ফেরায় কৃতজ্ঞতা জানাতে শিগগিরি নাকি দাদরের সিদ্ধি বিনায়ক মন্দিরে (Siddhivinayak temple) প্রার্থনা করতে যেতে পারেন কিং খান (Shah Rukh Khan)। শাহরুখ ঘনিষ্ঠ সূত্র থেকেই এমনটা জানা যাচ্ছে।
advertisement
advertisement
সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে'কে এবিষয়ে ওই সূত্র জানিয়েছেন, ”ছেলে আরিয়ানের মুক্তির পরে এবার শাহরুখ (Shah Rukh Khan) সম্ভবত শিগগিরি সিদ্ধি বিনায়ক মন্দিরে যেতে পারেন প্রার্থনা করতে। এভাবেই গণপতি বাপ্পাকে কৃতজ্ঞতা জানাবেন তিনি।”
উল্লেখ্য, শাহরুখ খান (Shah Rukh Khan) বরাবরই গণেশ ভক্ত। প্রতি বছরই পরিবারের সঙ্গে ধুমধাম করে মন্নতে গণেশ উৎসব পালন করেন তিনি। তাঁর বাড়িতে একটি গণেশ মূর্তিও রয়েছে। এবছরের গণেশ উৎসবের সময়ও সোশ্য়াল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু অক্টোবরের গোড়াতেই খান পরিবারে নেমে এসেছিল অন্ধকার। অবশেষে শাপমুক্তির আনন্দে ফের সিদ্ধিদাতার কাছে শ্রদ্ধা জানাতে যাওয়াই মনস্থ করে ফেলেছেন কিং খান (Shah Rukh Khan)।
advertisement
View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

advertisement
বৃহস্পতিবার জামিন পেয়ে গিয়েছিলেন আরিয়ান খান। তবে সেদিন ঘরে ফেরা হয়নি শাহরুখপুত্রের (Aryan Khan)। কিছু নথি পৌঁছতে দেরি হওয়ায় পরদিন ঘরে ফেরেন ২৩ বছরের আরিয়ান। জামিন সংক্রান্ত অফিসিয়াল সব কাজ মিটতে দেরি হওয়ায় শুক্রবার রাতটাও আরিয়ানকে থাকতে হয়েছিল হেফাজতে। ফলে অপেক্ষার প্রহর ক্রমশই দীর্ঘ হয়েছিল শাহরুখ ও তাঁর আপনজনদের।
advertisement
অবশেষে শনিবার সকাল সকালই ঘরে ফিরে আসেন আরিয়ান (Aryan Khan)। সকাল থেকেই শাহরুখের বাড়ি মন্নতের সামনে শুরু হয়ে যায় রীতিমতো উৎসব। দেখা যায় অনুরাগীদের ভিড়। তাঁরা কেউ পড়ছিলেন হনুমান চালিসা, আবার কেউ পোস্টার হাতে হাজির ছিলেন মন্নতের সামনে। বাজছিল ঢাক ঢোল। অকাল দিওয়ালিতে যেন মন্নত সেজে উঠেছিলআলোকমালায়। শোনা যাচ্ছে ছেলের গ্রেফতারির পরে হাতের যাবতীয় কাজ বন্ধ রাখলেও এবার ফের কাজ ও সুটিং শুরু করতে চলেছেন বাদশা খান (Shah Rukh Khan)।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan: বাড়ি ফিরেছে আরিয়ান! ছেলের 'প্রত্যাবর্তনে' কি সিদ্ধি বিনায়ক মন্দিরে যাচ্ছেন শাহরুখ খান?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement