এক সময় নায়িকারা আমাকে নিয়ে ঝগড়া করত, এখন সবার প্রয়োজন ফুরিয়েছে, বলেছিলেন সরোজ খান

Last Updated:

শেষ বয়সে একবার এক সাক্ষাৎকারে সরোজ খান বলেছিলেন, সবার প্রয়োজন ফুরিয়েছে । তাঁকে আর কেউ ডাকেন না । নাচের স্কুল চালিয়েই দিন চলত তাঁর ।

#মুম্বই: চলে গেলেন তিনি । নিজের হাতে করে যিনি বলিউডের তাবড় তাবড় তারকাদের গড়েছিলেন, আজ তিনিই নেই । প্রয়াত বলিউডের সবার প্রিয় মাস্টারজি সরোজ খান । শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান । ১৭ জুন থেকে তিনি ভর্তি ছিলেন বান্দ্রার গুরু নানক হাসপাতালে ৷ তাঁর করোনা পরীক্ষাও করা হয় ৷ তবে তা নেগেটিভ আসে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর ।
একসময়ে বলিউডে একটি প্রচলন ছিল। কোরিওগ্রাফারদের বলা হত মাস্টারজি। টিনসেল টাউনের তিনি শেষ মাস্টারজি ছিলেন। বলিউডি নাচের স্বতন্ত্র্য ঘরানা তৈরি করেন তিনি। তিনি সরোজ খান। ঘুঙরুর শব্দই যেন তাঁর প্রাণভোমরা, সেই তিনিই চলে গেলেন নিঃশব্দে। শেষের দিকে তাঁর হাতে কোনও কাজ ছিল না । বহুদিন পর গত বছর শেষ কাজ করেছিলেন করণ জোহরের ‘কলঙ্ক’ ছবিতে ।
advertisement
advertisement
তিন বার জাতীয় পুরস্কার ও আট বার ফিল্মফেয়ার সম্মানে সম্মানিত হয়েছিলেন সরোজ। পুরুষ তান্ত্রিক বলিউডে তাঁর উজ্জ্বল উপস্থিতি এক কথায় ছিল অনন্য। ‘মিস্টার ইন্ডিয়া, ‘বেটা’, ‘তেজাব’, ‘চাঁদনি’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘পরদেশ’, ‘তাল’, ‘দেবদাস’, ‘হম দিল যে চুকে সনম’, ‘লভ আজকাল’, ‘মানিকার্নিকা’-য় সরোজ ফেলেছেন তাঁর নিজস্ব ছাপ। তাঁর শেষ ছবিতেও কাজ করেছেন প্রিয় ছাত্রী মাধুরীর সঙ্গে।
advertisement
কিন্তু জ্যাজ, কনটেম্পোরারি, হিপহপ-এর ভিড়ে খানিক ম্লান হয়ে এসেছিলেন তিনি। বলিউড ঘরানার জন্মদাত্রী সরোজ’কে নিজেদের ছবিতে পেতে একসময় বহু নায়িকার মধ্যে ঝগড়াও হয়েছিল । শ্রীদেবী আর মাধুরী তারমধ্যে অন্যতম । কিন্তু শেষ বয়সে একবার এক সাক্ষাৎকারে সরোজ খান বলেছিলেন, সবার প্রয়োজন ফুরিয়েছে । তাঁকে আর কেউ ডাকেন না । তাঁর কাছে কোনও ফিল্মের অফার আসত না । তাই বলিউডের উঠতি নায়িকাদের ক্ল্যাসিকাল নাচের প্রশিক্ষণ দিতেন । এই নাচের স্কুল চালিয়েই দিন চলত তাঁর । সরোজের সেই সাক্ষাৎকার শুনে তাঁকে নিজের ছবিতে কাজ দেওয়ার কথা বলেছিলেন সলমন খান । তবে সেই কাজ বাকিই থেকে গেল ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এক সময় নায়িকারা আমাকে নিয়ে ঝগড়া করত, এখন সবার প্রয়োজন ফুরিয়েছে, বলেছিলেন সরোজ খান
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement