এ বার র্যাপ গান গাইলেন ‘দ্য ডিভা’ রেখা
Last Updated:
#মুম্বই: বি-টাউনের অভিনেতা-অভিনেত্রীরা প্লেব্যাক করেছেন এমন নজির তো ভুরি ভুরি ৷ সেই তালিকায় অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে শ্রীদেবী সবাই রয়েছেন ৷ হালফিলের আলিয়া ভট্ট কিংবা পরিনীতি চোপড়াও ঢুকে পড়েছেন সেই দলে ৷
এ বার নাকি সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন ‘দ্য আলটিমেট ডিভা’ রেখা ৷ তাঁকে দেখা যাবে র্যাপারের ভূমিকায় ৷ তবে র্যাপারের ভূমিকায় অভিনয় করবেন না তিনি ৷ ধর্মেন্দ্র, সানি ও ববি দেওলের আপকামিং ছবি ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ ছবিতে র্যাপ গান গাইলেন এই বর্ষীয়ান অভিনেত্রী ৷ রেখা ছাড়াও এ ছবিতে গান গাইবেন সোনাক্ষী সিনহাও ৷ ছবির সঙ্গীত পরিচালক বিশাল মিশ্র ৷ আগামী ৮ মার্চ মুক্তি হতে চলেছে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ ছবিটি ৷ জানা যাচ্ছে, এই ছবিতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স করতে চলেছেন সলমন খান, শত্রুঘ্ন সিনহা, রেখা এবং সোনাক্ষী সিনহা ৷ নভনিয়ত সিং জানিয়েছেন, যে সব তাবড় অভিনেতা-অভিনেত্রীরা এই ছবিতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স করতে চলেছেন, তাঁদের একটি গানে পা মেলাতেও দেখা যেতে পারে ৷ একই সঙ্গে তাঁদর অন্যান্য ট্যালেন্টের ঝলক দেখা যাবে এই ছবিতে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2018 6:31 PM IST