Ranbir Kapoor | Hrithik Roshan: রামের চরিত্রে রণবীর, হৃতিক রাবণের ভূমিকায়? রামায়ণের কাস্ট নিয়ে তুমুল জল্পনা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Ranbir Kapoor | Hrithik Roshan: আসন্ন ছবি 'রামায়ণ' নিয়ে জোর বৈঠক করেছেন হৃতিক রোশন, রণবীর কাপুর, নমিত, মধু মান্টেনা, নিতেশ তিওয়ারি এবং জ্যাকি ভগ্নানি।
#মুম্বই: গত শনিবার একসঙ্গে অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) ও হৃতিক রোশন (Hrithik Roshan)-কে জ্যাকি ভগ্নানির অফিসের সামনে দেখা যায়। তারপর থেকেই দুই অভিনেতাকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। জ্যাকির অফিসের বিল্ডিংয়েই রয়েছে নমিত মালহোত্রার অফিস। সেখানে নাকি আসন্ন ছবি 'রামায়ণ' নিয়ে জোর বৈঠক করেছেন হৃতিক রোশন, রণবীর কাপুর, নমিত, মধু মান্টেনা, নিতেশ তিওয়ারি এবং জ্যাকি ভগ্নানি।
জানা যাচ্ছে, রামায়ণে (Ramayana) রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। রাবণের চরিত্রে দেখা যাবে হৃতিককে (Hrithik Roshan)। এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, "এই প্রথম রণবীর ও হৃতিককে নিয়ে মিটিং হল। রাবণের চরিত্রে হৃতিক এবং রামের চরিত্রে রণবীরকে (Ranbir Kapoor) দেখা যাবে। আগামী বছরের শেষের দিকে এই ছবির শুটিং শুরু হওয়ার পরিকল্পনা নিয়েই আলোচনা হয়েছে।"
advertisement
তবে এই ছবিতে সীতার ভূমিকায় কোন অভিনেত্রীকে দেখা যাবে তা এখনো স্পষ্ট নয়। এক সংবাদমাধ্যমের কাছে প্রযোজক মধু মান্টেনা জানিয়েছিলেন যে দীপাবলীর (Diwali) মধ্যেই তারা রামায়ণ ছবিতে কারা কারা অভিনয় করবেন সেই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। কিন্তু সেই সিদ্ধান্ত নিতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
advertisement
আগামী ১৫ দিনের মধ্যেই 'বিক্রম বেধা'র শুটিংয়ের জন্য আবু ধাবির দিকে রওনা হবেন হৃতিক রোশন (Hrithik Roshan)। পরিচালক লভ রঞ্জন এর পরবর্তী ছবির কাজ নিয়ে ব্যস্ত রণবীর (Ranbir Kapoor)। এছাড়াও 'ব্রহ্মাস্ত্র' ছবির শেষ ১০ দিনের শুটিং বাকি রয়েছে তাঁর। এখনও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে। তবে সবকিছু ঠিক থাকলে রাবণ ও রামের চরিত্র এই দুই অভিনেতাকে দেখা যাবে।
advertisement
অন্যদিকে প্রস্তুতি শুরু হয়েছে 'দ্য ইনকার্নেশন সীতা' (the incarnation Sita) ছবির প্রস্তুতি। এই ছবিতে চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। প্রথমে সীতা চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল করিনা কাপুর খানকে। কিন্তু তিনি বড় অংকের পারিশ্রমিক দাবি করায় তাঁকে বাদ পড়তে হয়। অবশেষে তার বদলে অভিনয় করছেন কঙ্গনা।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2021 10:14 PM IST