ভাই-বোনে দেদার খুনসুটি, ইব্রাহিমের কাঁধে চেপে বসলেন ২৪ বছরের সারা আলি খান!

Last Updated:

কিছুদিন আগেও ভাই ইব্রাহিমের সঙ্গে স্যুইমিং পুলে একইসঙ্গে স্নান করার ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন সারা । এ বার এল নতুন খুনসুটির ছবি--

#মুম্বই: ভাই-বোনের সম্পর্কই তো এমন হয় । অন্যতম নির্ভেজাল ভালবাসা, আনন্দ, খুনসুটি, আর ভাব-আড়ির হরেক কিসিমের গল্পরা প্রাণ পায় এই সম্পর্কে । সারা আলি খান আর ইব্রাহিম আলি খানের সম্পর্কও তার ব্যতিক্রম নয় ।
নিজের থেকে পাঁচ বছরের ছোট ভাই ইব্রাহিমকে চোখে হারান সারা । ভাইয়ের সঙ্গে তাঁর দারুণ বন্ডিং । সদস্যই গিয়েছে রাখি পূর্ণিমা । দুই ভাই ইব্রাহিম আর তৈমুরকে রাখিও বেঁধেছেন বড় দিদি সারা । শুধু তাই নয়, লকডাউনে বাড়িতে বসে এখন ইব্রাহিম ও মা অমৃতা সিংয়ের সঙ্গে দারুণ সময় কাটাছেন সইফ-কন্যা । কখনও গল্প, কখনও যোগব্যয়াম, কখনও জিম, কখনও খাওয়া-দাওয়া, কখনও একসঙ্গে বৃষ্টিতে ভেজা, কখনও স্যুইমিং পুলে দাপাদাপি ।
advertisement
advertisement
advertisement
ব্যক্তিগত এই সব মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতে খুবই ভালবাসেন নায়িকা । কিছুদিন আগেও ছবি দিয়েছিলেন, ভাইয়ের সঙ্গে একইসঙ্গে স্নান করার । সেখানে দেদার দুষ্টুমি করছেন দু’জনে । আবার প্রাণায়াম করার সময়েও তাঁর সঙ্গী ইব্রাহিম ।
advertisement
এ বার তো একেবারে ভাইয়ের কাঁধেই চড়ে বসলেন ‘কেদারনাথ’-এর নায়িকা । কাঁধে চেপে দারুণ আনন্দ করলেন রাস্তায় । আবার সাইক্লিংও করলেন । দু’জনে আবার ম্যাচিং করে জামা পরেছিলেন ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভাই-বোনে দেদার খুনসুটি, ইব্রাহিমের কাঁধে চেপে বসলেন ২৪ বছরের সারা আলি খান!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement