Nora Fatehi: নোরা জড়ালেন ২০০ কোটি টাকা আর্থিক তছরূপের মামলায়! তলব করল ইডি

Last Updated:

Nora Fatehi: অভিনেত্রীকে ইতিমধ্যেই তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)। আজ বৃহস্পতিবার ডেকে পাঠানো হয় নোরাকে।

নোরা জড়ালেন ২০০ কোটি টাকা আর্থিক তছরূপের মামলায়! তলব করল ইডি
নোরা জড়ালেন ২০০ কোটি টাকা আর্থিক তছরূপের মামলায়! তলব করল ইডি
#মুম্বই: এবার আর্থিক তছরূপের মামলায় জড়িয়ে পড়লেন অভিনেত্রী নোরা ফতেহি (Nora Fatehi)। অভিনেত্রীকে ইতিমধ্যেই তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)। আজ বৃহস্পতিবার ডেকে পাঠানো হয় নোরাকে। এছাড়াও বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকেও ডেকে পাঠানো হয় এই মামলায়। তাঁকে এর আগেও আর্থিক তছরূপের মামলায় তলব করা হয়েছে।
সুকেশ চন্দ্রশেখর ও তাঁর স্ত্রী লীনা পালের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আর্থিক তছরূপের মামলা হয়েছে। এই মামলা দায়ের করা হয় দিল্লি পুলিশ করে। অভিযোগ র‌্যানব্যাক্সি সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারকে প্রতারণা করেছেন তাঁরা। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের দাবি, জ্যাকলিন ও নোরার যোগ রয়েছে অভিযুক্তদের সঙ্গে।
এই ঘটনাতেই জ্যাকলিন ও নোরাকে (Nora Fatehi) জিজ্ঞাসাবাদ করা হয়েছ। ঘটনায় প্রথমে জড়িয়েছিল জ্যাকলিনের নাম।এ বার জড়িয়ে গেল নোরার নাম। এছাড়াও ইডি সূত্রে খবর, আরও অনেককেই এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, সুকেশের স্ত্রী লীনার পাল্লায় পড়ে সুকেশকে কাজে যুক্ত করেছিলেন জ্যাকলিন।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত ২৪ অগস্ট ইডি চেন্নাইয়ে একটি সমুদ্র সৈকতের উপর তৈরি বিলাসবহুল বাংলো বাজেয়াপ্ত করেছিল। এর সঙ্গে প্রায় ৮২.৫ লক্ষ টাকা নগদ এবং প্রায় এক ডজন বিলাসি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল। এই প্রতিটি জিনিস সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দায়ের করা প্রতারণা মামলার সঙ্গে যুক্ত।
advertisement
গত ৩০ অগাস্ট ইডির দফতরে প্রায় ৫ ঘণ্টার ম্যারাথন জেরা করা হয় জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে। আর্থিক তছরুপের মামলায় ফেঁসেছেন বলিউড সুন্দরী। অন্যদিকে কিছুদিন আগেই দক্ষিণ ভারতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন জ্যাকলিন। তা নিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nora Fatehi: নোরা জড়ালেন ২০০ কোটি টাকা আর্থিক তছরূপের মামলায়! তলব করল ইডি
Next Article
advertisement
West Bengal Weather Update: তাপমাত্রা সামান্য বাড়ল রাজ্যে, কুয়াশার সতর্কতা সর্বত্র, জাঁকিয়ে শীত কবে?
তাপমাত্রা সামান্য বাড়ল রাজ্যে, কুয়াশার সতর্কতা সর্বত্র, জাঁকিয়ে শীত কবে?
  • তাপমাত্রা সামান্য বাড়ল রাজ্যে

  • কুয়াশার সতর্কতা সর্বত্র

  • জাঁকিয়ে শীত কবে?

VIEW MORE
advertisement
advertisement