Aryan Khan Bail Plea: মুক্তি পেলেন না শাহরুখ পুত্র আরিয়ান, জেলেই কাটবে দশেরা

Last Updated:

গত ২ অক্টোবর মাদক নেওয়ার অভিযোগে মুম্বাইয়ের একটি প্রমোদতরী থেকে আরিয়ান খানকে গ্রেফতার করেছিল এনসিবি ()৷

জামিন পেলেন না শাহরুখ পুত্র আরিযান৷
জামিন পেলেন না শাহরুখ পুত্র আরিযান৷
#মুম্বাই: মাদক কাণ্ডে জামিন পেলেন না শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan Bail Plea)৷ এ দিন আরিয়ানের জামিনের আবেদনের রায়দান আগীম ২০ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দিয়েছে মুম্বাইয়ের বিশেষ আদালত৷ গত ২ অক্টোবর মাদক নেওয়ার অভিযোগে মুম্বাইয়ের একটি প্রমোদতরী থেকে আরিয়ান খানকে গ্রেফতার করেছিল এনসিবি (Aryan Khan Arrest)৷
আগামিকাল, ১৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত মুম্বাই হাইকোর্ট এবং সেশন কোর্ট দশেরার জন্য বন্ধ থাকবে৷ মুম্বাইয়ের বিশেষ আদালতের বিচারপক ভি ভি পাটিল জানিয়েছেন, ২০ তারিখও তিনি খুবই ব্যস্ত থাকবেন৷ তাসত্ত্বেও সেদিনই তিনি আরিয়ানের (Aryan Khab) জামিনের আবেদনের রায়দানের চেষ্টা করবেন৷
advertisement
advertisement
গ্রেফতারির পরেও আরিয়ানের জামিনের আবেদন খারিজ করেছিল মুম্বাইয়ের বিশেষ আদালত৷ গত শুক্রবার তাঁর বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত৷ তার পর থেকে মুম্বাইয়ের আর্থার রোড জেলেই রাখা হয়েছে আরিয়ানকে৷ এ দিন আদালতে আরিয়ানের জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে তাঁর আইনজীবী অমিত দেশাই জানান, মাদক সেবন আটকাতে এনসিবি যে পদক্ষেপ নিয়েছে, তাঁরা তার প্রশংসাই করছেন৷ কিন্তু তাঁর মক্কেলেরও সাংবিধানিক অধিকার রয়েছে৷
advertisement
যদিও এনসিবি-র তরফে আরিয়ানের জামিনের তীব্র বিরোধিতা করা হয়৷ এনসিবি-র তরফে আদালতে জানানো হয়, আরিয়ান যে তিন বছর ধরে মাদক সেবন করছেন, তার প্রমাণ মিলেছে৷ এনসিবি-র তরফে আরও যুক্তি দেওয়া হয়, আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্টের কাছেও মাদক মিলেছে৷ ওই মাদক আরিয়ান এবং আরবাজ- দু' জনেরই সেবনের জন্য রাখা হয়েছিল বলেও আদালতে জানায় এনসিবি৷
advertisement
আর্থার জেলের সুপারিন্টেনডেন্ট নীতিন ওয়েচাল জানিয়েছেন, শাহরুখ খানের ছেলে আরিয়ান সহ ছ' জনকে কোয়ারেন্টাইন বারাক থেকে বের করে সাধারণ সেলে রাখা হয়েছে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aryan Khan Bail Plea: মুক্তি পেলেন না শাহরুখ পুত্র আরিয়ান, জেলেই কাটবে দশেরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement