• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • BOLLYWOOD MILIND SOMAN HAS SHARED NEW PICS WITH HIS NEWLY WEDDED WIFE AND THEY CAN BE SEEN ENJOYING SOME UNDERWATER TIME

নববধূ অঙ্কিতাকে নিয়ে জলের তলায় চলে গেলেন মিলিন্দ সোমন!

Milind Soman and Ankita Konwar. Instagram

বিয়ের পর আগেও এসেছেন প্রকাশ্যে ৷ স্ত্রী অঙ্কিতা কোনওয়ারকে নিয়ে ৷ তবে এ বার জলের তলায়!

 • Share this:

  #মুম্বই: বিয়ের পর আগেও এসেছেন প্রকাশ্যে ৷ স্ত্রী অঙ্কিতা কোনওয়ারকে নিয়ে ৷ তবে এ বার জলের তলায়! গত ২২ এপ্রিল আলিবাগে ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছেন মিলিন্দ-অঙ্কিতা ৷ গুয়াহাটির বাসিন্দা, পেশায় 'এয়ার এশিয়া'-র কেবিন ক্রিউ এক্সিকিউটিভ ২৩ বছরের অঙ্কিতার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে বিয়ে ৷ অসমবয়সী এই বিয়ের সিদ্ধান্তে নেটিজেনদের তোপের মুখে পড়েছিলেন ৫২ বছরের মিলিন্দ ৷ কিন্তু কর্ণপাত করেননি এই লভ বার্ডস ৷

  আরও পড়ুন: In Pics: দেখে নিন, কীভাবে হানিমুন কাটাচ্ছেন মিলিন্দ সোমন আর অঙ্কিতা

  হনিমুনে বাইরে কোথাও ঘুরতে যাননি তাঁরা ৷ কিন্তু একটু অন্যরকমভাবে কোয়ালিটি টাইম কাটানোর জন্য যে কোনও জায়গাই যে পারফেক্ট, তা প্রমাণ করে দিলেন ৷ দু’জনেই ফিটনেসের পোকা ৷ তাই বিয়ের পর দিনই একসঙ্গে বেড়িয়েছিলেন শরীরচর্চায় ৷ খালি পায়ে ১০ কিলোমিটার দৌড়ান তাঁরা ৷ বিয়েতে যত অতিথি এসেছিলেন, সকলের নামে একটি করে চারাগাছ পুঁতছেন নবদম্পতি ৷

  এ বার নববধূকে নিয়ে নামলেন জলের তলায় ৷ প্রথমবার ‘আন্ডার ওয়াটার’ ফোটোশ্যুট করে যারপরনায় খুশি দম্পতি ৷ দু’জনেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি ৷ তবে কোথায় গিয়ে এই ছবি তুলেছেন তাঁরা তা জানা যায়নি ৷
  First published: