In Pics: দেখে নিন, কীভাবে হানিমুন কাটাচ্ছেন মিলিন্দ সোমন আর অঙ্কিতা

Last Updated:
1/4
২২ তারিখ আলিবাগে, ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করলেন মিলিন্দ সোমন ও অঙ্কিতা কোনওয়াড়। বিয়ের পর পাঁচ দিন কেট গিয়েছে! হানিমুনে বাইরে কোথাও যাননি মিলিন্দ আর আঙ্কিতা। অথচ দু'জনেই জানালেন, তাঁরা হানিমুন কাটাচ্ছেন! কিন্তু কীভাবে ?  Photo Courtesy: Milind Soman/Instagram
২২ তারিখ আলিবাগে, ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করলেন মিলিন্দ সোমন ও অঙ্কিতা কোনওয়াড়। বিয়ের পর পাঁচ দিন কেট গিয়েছে! হানিমুনে বাইরে কোথাও যাননি মিলিন্দ আর আঙ্কিতা। অথচ দু'জনেই জানালেন, তাঁরা হানিমুন কাটাচ্ছেন! কিন্তু কীভাবে ? Photo Courtesy: Milind Soman/Instagram
advertisement
2/4
মিলিন্দ আর অঙ্কিতা দু'জনেই ফিটনেসের পোকা! কাজেই, হানিমুন-এর প্রথম সিন-- সকালে খালি পায়ে ১০ কিলোমিটার দৌঁড়লেন দু'জনে। ইনস্টাগ্রামে মিলিন্দ নিজেই সেই ছবি পোস্ট করেন Photo Courtesy: Milind Soman/Instagram
মিলিন্দ আর অঙ্কিতা দু'জনেই ফিটনেসের পোকা! কাজেই, হানিমুন-এর প্রথম সিন-- সকালে খালি পায়ে ১০ কিলোমিটার দৌঁড়লেন দু'জনে। ইনস্টাগ্রামে মিলিন্দ নিজেই সেই ছবি পোস্ট করেন Photo Courtesy: Milind Soman/Instagram
advertisement
3/4
দ্বিতীয় সিন-- বিয়েতে যত অতিথি এসেছেন, সবার নামে একটি করে চারাগাছ পুঁতলেন নবদম্পতি Photo Courtesy: Milind Soman/Instagram
দ্বিতীয় সিন-- বিয়েতে যত অতিথি এসেছেন, সবার নামে একটি করে চারাগাছ পুঁতলেন নবদম্পতি Photo Courtesy: Milind Soman/Instagram
advertisement
4/4
গোটা উইকেন্ড জুড়ে ২৪টা গাছের চারা পুঁতেছেন মিলিন্দ আর অঙ্কিতা Photo Courtesy: Milind Soman/Instagram
গোটা উইকেন্ড জুড়ে ২৪টা গাছের চারা পুঁতেছেন মিলিন্দ আর অঙ্কিতা Photo Courtesy: Milind Soman/Instagram
advertisement
advertisement
advertisement