#মুম্বই: গোটা বলিউড জানে, তবু প্রকাশ্যে কখনওই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি পরিচালক-প্রযোজক করণ জোহর আর সেলেব ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। জল্পনা-কল্পনাও যে কম দানা বেঁধেছে এমনটা নয়! তবু, নিজেদের সম্পর্ককে আব্রুতেই রাখতে চেয়েছেন করন, মণীশ। কিন্তু ইনস্টাগ্রামে মণীশের একটা পোস্ট থেকে স্পষ্ট হয়ে গেল, এবার নিজেদের রিলেশনশিপ নিয়ে প্রকাশ্যে আসতে স্বচ্ছন্দ দু'জনেই!
তা হলে গোড়া থেকেই শুরু করা যাক! করণ জোহরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েই ইনস্টাগ্রামে একটা পোস্ট করেন মণীশ। বলা বাহুল্য, পোস্টটায় কমেন্টের ঝড় বয়ে যায়! একজন কমেন্ট করেন, 'তোমরা কিউটেস্ট কাপল'! এই কমেন্টে বিরূপ কোনও প্রতিক্রিয়া না করে 'লাইক' রিঅ্যাকশন দেন মণীশ। এর পরও কি আর কিছু বলার অপেক্ষা থাকে?
প্রায় ২৫ বছরেরও বেশি করণ, মণীশের বন্ধুত্ব। ১৯৯৩-এ সঞ্জয় দত্ত আর শ্রীদেবীর অ্যাকশন-ড্রামা 'গুমরাহ'র সেটে তাঁদের প্রথম আলাপ। তারপর থেকে আজ...বলিটাউনে তাঁদের মতো 'নিখাদ' বন্ধু খুব কমই আছে!
আরও পড়ুন-কাজ নেই প্রিয়া প্রকাশের, নিজেই জানালেন ইনস্টাগ্রামে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।