Manike Mage Hithe: 'মানিকে মাগে হিতে'-র ইয়োহানির মুকুটে নতুন পালক! বলিউডে কার ছবিতে যাত্রা শুরু গায়িকার

Last Updated:

Manike Mage Hithe: শ্রীলংকার গায়িকা ইওহানি দিলোকা ডি'সিলভা (Yohani D Silva) রাতারাতি তুমুল ভাইরাল হয়েছেন। এবার তিনি জায়গা করে নিলেন বলিউডে।

বলিউডে কার ছবিতে যাত্রা শুরু গায়িকার
বলিউডে কার ছবিতে যাত্রা শুরু গায়িকার
#মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শ্রীলংকার গান 'মানিকে মাগে হিতে' (Manike Mage Hithe)। শ্রীলংকার গায়িকা ইওহানি দিলোকা ডি'সিলভা (Yohani D Silva) এই গানটি গেয়ে রাতারাতি তুমুল ভাইরাল হয়েছেন। এবার তিনি জায়গা করে নিলেন বলিউডে। অজয় দেবগনের ছবি 'থ্যাংক গড'-এ গান গাইতে চলেছেন ইয়োহানি। এই ছবিতে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও রকুল প্রীতও। জানা যাচ্ছে, 'মানিকে মাগে হিতে' গানটিরই হিন্দি ভারশন গাইবেন ইয়োহানি।
ছবির পরিচালক ইন্দ্র কুমার বলছেন, "ইয়োহানির এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আর আমি খুব খুশি যে ভূষণজি এই জনপ্রিয় গানটিকে (Manike Mage Hithe) 'থ্যাংক গড'-এর অংশ হিসেবে রেখেছেন। আমরা এই ভারশনটির জন্য খুব এক্সাইটেড। গানটির শ্যুটিং শীঘ্রই শুরু করব। 'থ্যাংক গড' একটি অন্য রকমের কমেডি ফিল্ম। আগামী বছর অডিয়েন্সের জন্য এই ছবি নিয়ে আসতে আমরা এখন থেকেই উত্তেজিত।"
advertisement
advertisement
সম্প্রতি বিগবসে (Bigg boss) আসেন ইয়োহানি (Yohani D Silva) । সেখানে সলমন খানের (Salman Khan) সঙ্গে মানিকে মাগে হিতে গান তিনি। বলিউডে পা রাখার আনন্দও শেয়ার করে নেন শ্রীলঙ্কার গায়িকা। ইয়োহানি বলেন, "আমি ভারত থেকে অনেক ভালোবাসা ও সমর্থন পেয়েছি। আমি ভূষণ কুমার ও ইন্দ্র কুমার ও গোটা থ্যাংক গড টিম-এর কাছে কৃতজ্ঞ এই গানটির হিন্দি ভারশন ছবিতে ব্যবহার করার জন্য। আমি আবার ভারতে আসার অপেক্ষা করছি।"
advertisement
থ্যাংক গড ছবিটির প্রযোজনা করছেন ভূষণ কুমার, কৃষণ কুমার, অশোক থাকেরিয়া, সুনীল খেতেরপাল, দীপক মুকুট, আনন্দ পণ্ডিত, মার্কণ্ড অধিকারী ও যশ শাহ। প্রসঙ্গত, গানটির ভিডিওতে কোটি কোটি ভিউজ হয়েছে। মে মাসে এই গানটি মুক্তি পেয়েছিল। তারপর থেকে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে 'মানিকে মাগে হিতে' (Manike Mage Hithe)। বহু মানুষ এই গানটির সঙ্গে নেচে ভিডিও শেয়ার করেছেন। আর এই গানটি গেয়েই রাতারাতি ভাইরাল হয়েছেন ইয়োহানি (Yohani D Silva) ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Manike Mage Hithe: 'মানিকে মাগে হিতে'-র ইয়োহানির মুকুটে নতুন পালক! বলিউডে কার ছবিতে যাত্রা শুরু গায়িকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement