Malaika Arora Birthday | Arjun Kapoor: প্রেমিকার জন্মদিনে বিশেষ বার্তা অর্জুনের, চুমুতে ভরিয়ে দিলেন ৪৮-এর মালাইকা!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
শনিবার ৪৮ বছরে পা দিলেন বলিউডের 'ছাঁইয়া ছাঁইয়া' গার্ল মালাইকা অরোরা (Malaika Arora Birthday | Arjun Kapoor)।
#মুম্বই: শনিবার ৪৮ বছরে পা দিলেন বলিউডের 'ছাঁইয়া ছাঁইয়া' গার্ল মালাইকা অরোরা (Malaika Arora Birthday | Arjun Kapoor)। শুক্রবার রাত থেকেই বিশেষ সেলিব্রেশনে যোগ দিয়েছিলেন নায়িকা। সঙ্গে অর্জুন কাপুর, করিনা কাপুর খান ও ঘনিষ্ঠ বন্ধুরা ছিলেন (Malaika Arora Birthday | Arjun Kapoor)। পরিবারের সঙ্গেই কাটিয়েছেন মালাইকা। সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ড অভিনেতা অর্জুন কাপুর তাঁর সঙ্গে মালাইকার একটি ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিয়েছেন (Malaika Arora Birthday | Arjun Kapoor)। ক্যাপশনে তিনি লিখেছেন, 'এইদিন এবং যে কোনও দিন আমি তোমার মুখে শুধু হাসি দেখতে চাই। আশা করি এই বছরটায় তুমি সবচেয়ে বেশি হাসো'।
ছবিতে দেখা যাচ্ছে, হাতে গ্লাস নিয়ে অর্জুনের কপালে চুমু এঁকে দিচ্ছেন মালাইকা। আর এই ছবিটি তুলে দিয়েছেন উল্টোদিকে বসে থাকা করিনা কাপুর খান। কারণ, অর্জুনের পোস্টের পর তিনি, সেখানে কমেন্টে ছবির সৌজন্য হিসেবে তাঁর নাম দিতে বলেছেন। লিখেছেন, 'আমি ছবি সৌজন্য চাই অর্জুন কাপুরজি'। ২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন মালাইকা ও অর্জুন। এর আগে সলমান খানের ভাই অভিনেতা-পরিচালক আরবাজ খানের সঙ্গে বিয়ে করেছিলেন মালাইকা। ১৯ বছর পর তাঁরা ২০১৭ সালে বিবাহ-বিচ্ছেদ করেন।
advertisement
advertisement
advertisement
১৮ বছরের তাঁদের ছেলে রয়েছে আরহান। পড়াশোনার জন্য বিদেশে থাকেন তিনি। আপাতত অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন মালাইকা। একটি ডান্স রিয়ালিটি শো-তে বিচারক হিসেবে দেখা যায় তাঁকে। মালাইকার ঝুলিতে বিখ্যাত কয়েকটি গান ও নাচের কৃতিত্ব রয়েছে। তালিকায় রয়েছে, ছাঁইয়া ছাঁইয়া, মুন্নি বদনাম, আনারকলি ডিস্কো চলি ও হ্যালো হ্যালো। সুপারমডেল অফ দ্য ইয়ার ২ সিজনেও তাঁকে দেখা যাবে বিচারকের আসনে।
advertisement
অন্যদিকে, অর্জুন কাপুরকে শেষ দেখা গিয়েছে সইফ আলি খানের সঙ্গে ভূত পুলিশ ছবিতে। তার আগে সন্দীপ অওর পিঙ্কি ফরার ছবি করেছেন অর্জুন। তাঁর অভিনয় দর্শকমনে জনপ্রিয়তা পেয়েছে। এর পর কৃতী শ্যানন, সঞ্জয় দত্তের সঙ্গে পানিপত ছবিতে দেখা যাবে অর্জুনকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2021 6:09 PM IST