Happy Birthday Prabhas | Radhe Shyam Teaser: প্রভাসের জন্মদিনে সামনে এল 'রাধে শ্যাম'-এর টিজার, সব জেনেও চুপ করে 'বিক্রমাদিত্য'!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ফিল্ম ইন্ডাস্ট্রির 'বাহুবলী' প্রভাসের শনিবার ৪২ বছরের জন্মদিন (Happy Birthday Prabhas | Radhe Shyam Teaser)।
#মুম্বই: ফিল্ম ইন্ডাস্ট্রির 'বাহুবলী' প্রভাসের শনিবার ৪২ বছরের জন্মদিন (Happy Birthday Prabhas | Radhe Shyam Teaser)। এই বিশেষ দিন উপলক্ষে অভিনেতার পরের ছবি 'রাধে শ্যাম'-এর টিজার প্রকাশ্যে আনলেন ছবির নির্মাতারা (Happy Birthday Prabhas | Radhe Shyam Teaser)। সোশ্যাল মিডিয়ায় রাধে শ্যামের টিজার মুক্তি পাওয়ার পর থেকেই সেটি দর্শকদের মন জয় করেছে। নিমেষে ভাইরাল হয়েছে টিজার (Happy Birthday Prabhas | Radhe Shyam Teaser)। ছবিতে প্রভাসের চরিত্রের নাম বিক্রমাদিত্য। যে চরিত্রের দাবি, তিনি সব জানেন।
প্রায় এক মিনিট ২০ সেকেন্ডের টিজারে বিক্রমাদিত্যকে বলতে শোনা গিয়েছে, 'আমি তোমাকে চিনি, কিন্তু না আমি তোমাকে বলব না। আমি বুঝতে পারছি তোমার হৃদয় ভেঙেছে, কিন্তু আমি তোমাকে বলব না। আমি তোমার অনুত্তীর্ণ হওয়ার কথা জানি, কিন্তু আমি তোমায় বলব না, আমি তোমার মৃত্যু বুঝতে পারছি, কিন্তু আমি তোমায় বলব না।' টিজারের শেষে শোনা যায়, 'আমি সব জানি, তবুও আমি তোমায় বলব না। কারণ, এটা তোমার বোধের বাইরে। আমি ঈশ্বর নই, কিন্তু তোমার মতও নই'। টিজার মুক্তি পেতেই নজর কেড়েছে প্রভাসের ভক্তদের।
advertisement
advertisement
ছবির টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, নায়িকা পূজা হেগড়ে। তিনি লিখেছেন, 'বিক্রমাদিত্য এসেছে সকলের মন জয় করতে। হ্যাপি বার্থডে আমাদের বিক্রমাদিত্য।' সঙ্গে হ্যাশট্যাগে রেখেছেন প্রভাসের জন্মদিনের কথা। এই প্রথম একসঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করছেন প্রভাস ও পূজা হেগড়ে।
advertisement
advertisement
এছাড়াও এই ছবিতে দেখা যাবে মুরলি শর্মা, শচিন খেদেকার, প্রিয়দর্শিনী, সাশা ছেত্রী, কুণাল রায় কাপুর ও সত্যানকে। ছবির পরিচালক রাধা কৃষ্ণ কুমার ও প্রযোজক ইউ ভি ক্রিয়েশনশ। এই ছবিটি তেলেগু, হিন্দি, তামিল ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে। ২০২২ সালের ১৪ জানুয়ারি মুক্তির কথা রয়েছে রাধে শ্যাম-এর।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2021 5:02 PM IST