কাঠুয়ার ধর্ষিত শিশুকন্যার পাশে দাঁড়িয়ে ট্রোলড হলেন করিনা কাপুর

Last Updated:

আট বছরের শিশুকন্যাকে সাতদিন আটকে রেখে লাগাতার গণধর্ষণ ৷ তারপর নির্মমভাবে খুন ৷ জম্মুর কাঠুয়ায় এই বিভৎস ঘটনার কথা সামনে আসতেই বিক্ষোভে ফুঁসে উঠেছে গোটা দেশ ৷

#মুম্বই: আট বছরের শিশুকন্যাকে সাতদিন আটকে রেখে লাগাতার গণধর্ষণ ৷ তারপর নির্মমভাবে খুন ৷ জম্মুর কাঠুয়ায় এই বিভৎস ঘটনার কথা সামনে আসতেই বিক্ষোভে ফুঁসে উঠেছে গোটা দেশ ৷ মোমবাতি মিছিলে পা মিলিয়েছেন খ্যাতনামা ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ ৷ সোশ্যাল মিডিয়ায় একের পর এক আছড়ে পড়েছে নিন্দার ঢেউ ৷ প্রতিবাদের ঝড় উঠেছে বলি পাড়ার অন্দরেও ৷
অমিতাভ বচ্চন থেকে স্বরা ভাস্কর, সোনম কপূর থেকে মিনি মাথুর কাঠুয়া ধর্ষণকাণ্ডের বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সকলেই ৷ সম্প্রতি কাঠুয়ার নির্যাতিত শিশুকন্যাটির পাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে দেখা গিয়েছে করিনাকেও ৷ ‘ভিরা দ্যি ওয়েডিং’ ছবির সেট থেকে নবাব-ঘরণীর সেই ছবিটি পোস্ট করেছেন স্বরা ভাস্কর ৷ কিন্তু এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় ট্রোলিং ৷
advertisement
advertisement
নেটিজেনরা ব্যক্তিগত আক্রমণ করেন করিনাকে ৷ হিন্দু হয়েও মুসলিমকে বিয়ে করার জন্য কটূ মন্তব্যও শুনতে হয় তাঁকে ৷ অনেকে বলেন, এই কারণে করিনার লজ্জিত হওয়া উচিত ৷
এই মন্তব্যের পরেই করিনার সমর্থনে হাল ধরেন স্বরা ৷ নেটিজেনদের মন্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, ‘‘নিজের অস্তিত্বের জন্যই আপনার লজ্জা হওয়া উচিত ৷’’
advertisement
জম্মুর কাঠুয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় আজ অভিযুক্ত সঞ্জী রাম-সহ ছয় জনের বিরুদ্ধে কাঠুয়া সেশনস কোর্টে শুরু হতে চলেছে শুনানি ৷ আদালতের কাছে এই মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানাবে ধর্ষিতা শিশুটির পরিবার ৷ জম্মু কাশ্মীরে মামলা চললে শান্তিপূর্ণ ভাবে চলতে দেওয়া হবে না, এই আশঙ্কা প্রকাশ করে আজ ধর্ষিতার পরিবারের আইনজীবী দীপিকা এস রাজাওয়াত আগেই সুপ্রিম কোর্টের কাছে মামলাটি অন্য রাজ্যে সরিয়ে নেওয়ার আবেদন করেছিলেন ৷ আজ দুপুর ২টোয় শুরু হবে শুনানি ৷
advertisement
ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর পুলিশ কাঠুয়াকাণ্ডে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে চার্জশিটও পেশ করেছে। বাকি একজন নাবালক হওয়ার তার বিরুদ্ধে পসকো আইনে মামলা রুজু হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গর্জে উঠেছে গোটা দেশ ৷ অপরাধীদের শাস্তির দাবিতে সরব দেশের বিভিন্ন মহল ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কাঠুয়ার ধর্ষিত শিশুকন্যার পাশে দাঁড়িয়ে ট্রোলড হলেন করিনা কাপুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement