কাঠুয়া গণধর্ষণ-খুনের মামলার শুনানি শুরু আজ

Last Updated:

আট বছরের শিশুকন্যাকে সাতদিন আটকে রেখে লাগাতার গণধর্ষণ ৷ তারপর নির্মমভাবে খুন ৷ জম্মুর কাঠুয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় আজ কাঠুয়া সেশনস কোর্টে শুরু হতে চলেছে শুনানি ৷

#শ্রীনগর: আট বছরের শিশুকন্যাকে সাতদিন আটকে রেখে লাগাতার গণধর্ষণ ৷ তারপর নির্মমভাবে খুন ৷ জম্মুর কাঠুয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় আজ কাঠুয়া সেশনস কোর্টে শুরু হতে চলেছে শুনানি ৷ অভিযুক্ত সঞ্জী রাম-সহ ছয় জনের বিরুদ্ধে শুরু হতে চলেছে এই শুনানি ৷
আজ আদালতের কাছে এই মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানাবে ধর্ষিতা শিশুটির পরিবার ৷ জম্মু কাশ্মীরে মামলা চললে শান্তিপূর্ণ ভাবে চলতে দেওয়া হবে না, এই আশঙ্কা প্রকাশ করে আজ ধর্ষিতার পরিবারের আইনজীবী দীপিকা এস রাজাওয়াত আগেই সুপ্রিম কোর্টের কাছে মামলাটি অন্য রাজ্যে সরিয়ে নেওয়ার আবেদন করেছিলেন ৷
advertisement
advertisement
ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর পুলিস কাঠুয়াকাণ্ডে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে চার্জশিটও পেশ করেছে। বাকি একজন নাবালক হওয়ার তার বিরুদ্ধে পসকো আইনে মামলা রুজু হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গর্জে উঠেছিল দেশ ৷ অপরাধীদের শাস্তির দাবিতে একদিকে যখন তোলপাড় হচ্ছিল দেশ ৷ ঠিক তখনই অভিযুক্তদের সমর্থনে এগিয়ে এসে বিতর্কে জড়ান দুই মন্ত্রী ৷ অবশেষে, বিরোধী দলগুলি এবং জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির জোরাল প্রতিবাদে ইস্তফা দেন লাল সিং এবং চন্দর প্রকাশ গঙ্গা ৷ তবে বিজেপির শীর্ষনেতাদের নির্দেশেই ওই মিছিলে হেঁটেছিলেন বলে পরে দাবি করেন ওই দুই মন্ত্রী ৷
advertisement
দেশ জুড়ে প্রবল বিক্ষোভের মুখে পড়ে অবশেষে ফার্স্ট ট্রাক কোর্টে এই মামলার বিচার দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মহেবুবা মুফতি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাঠুয়া গণধর্ষণ-খুনের মামলার শুনানি শুরু আজ
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement