#মুম্বই: বলিউডের ছোট পর্দার দুই পরিচিত মুখ তাঁরা । যমজ কন্যা সন্তানের পর ফের আরও একবার খুশির খবর এল সেই সেলেব পরিবারে । স্বাভাবিক ভাবেই দারুণ খুশি তারকা দম্পতিদ্বয় ।
তেজয় সিধু ও তাঁর স্বামী করণবীর বোহরার পরিবারে আসতে চলেছে নতুন সদস্য । করিনা কাপুর, অনুষ্কা শর্মার পর বলিউডের আরও এক সেলিব্রিটি যুগল এমন আনন্দের খবর দিলেন । ইনস্টাগ্রামে দু’জনেই প্রেগন্যান্সি শ্যুটের ছবি দিয়ে সেই খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন । তেজয় আর করণবীরের চার বছরের যমজ দুই মেয়ে রয়েছে । দুই পুঁচকের নাম ভিয়েনা আর রায়া বেল্লা।
করণ আর তেজয় যে ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, দু’জনে মিলে মাটি দিয়ে একটি বাচ্চার মূর্তি গড়ছেন তাঁরা । কখনও আবার মাটি নিয়ে খুনসুটিও করছেন। করণ লিখেছেন, ‘ঈশ্বর সর্বোত্তম সৃষ্টিকর্তা, যিনি সমস্ত খুঁটিনাটি খুব যত্ন নিয়ে বানিয়েছেন । আমরা তাঁর কাছে ফাঁকা কলস নিয়ে গিয়ে দাঁড়াই, তাঁর একটু আশীর্বাদ পাওয়ার লক্ষ্যে । আমাদের এভাবে চমকে দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ । আমাদের আবার বাবা-মায়ের দায়িত্বে মনোনীত করার জন্য আমরা কৃতজ্ঞ । এটাই জীবনের সেরা জন্মদিনের উপহার ।’’
অন্যদিকে, তেজয় লেখেন, ‘‘আমরা তোমাকে বেছে নিইনি । তুমিই আমাদের বেছে নিয়েছো । তুমি মনে করেছ আমরা তোমার যোগ্য । আমার প্রিয়, তোমায় অনেক ধন্যবাদ জানাই ।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Karanvir Bohra, Teeja Sidhu