#চেন্নাই : দ্য মোৎজার্ট অফ ম্যাড্রাস নামে পরিচিত ভারতের এই মানুষটি আজ বিশ্বদরবারেও সমান জনপ্রিয়। তাঁর সুরের ছোঁওয়ায় গানের কথাগুলি যেন কাঙ্ক্ষিত গন্তব্য পায়। হয়ে ওঠে শ্রুতিমধুর। নানা ধরনের বাদ্যযন্ত্রের অদ্ভুত ব্যবহারে তৈরি করেছেন একের পর জনপ্রিয় গান। তাঁর কাজ পেয়েছে অস্কার ও গ্র্যামির সম্মানও। এ আর রহমান (AR Rahman)। আজ ৫৪ বছরে পা দিলেন ভারতের এই বিস্ময়কর প্রতিভা।
১৯৯২ সালে রোজা (Roja) সিনেমায় ডেবিউ করেন। তার পর বম্বে (Bombay), দিল সে (Dil Se), তাল (Taal), সাথিয়া (Saathiya), স্লামডগ মিলিওনিয়ার (Slum Dog Millionaire), গুরু (Guru) থেকে শুরু করে একের পর এক সৃষ্টি। তবে বলিউড ছাড়াও হলিউডের বেশ কয়েকটি সিনেমায় সুর দিয়েছেন তিনি। চারটি জাতীয় পুরস্কার, দু'টি অস্কার, দু'টি গ্র্যামি, একটি BAFTA, একটি গোল্ডেন গ্লোব সহ অসংখ্য ফিল্মফেয়ার পুরস্কার রয়েছে ঝুলিতে। ২০১০ সালে তাঁকে পদ্মভূষণ সম্মানেও সম্মানিত করা হয়। জন্মদিনে ফিরে দেখা যাক রহমানের তৈরি কিছু অনবদ্য গান।
শাহরুখ খান (Shah Rukh Khan) ও মণীষা কৈরালাকে (Manisha Koirala) একসঙ্গে দেখা গিয়েছে দিল সে (Dil Se) সিনেমার এই মেলোডিতে। গুলজারের (Gulzar) লেখা এই গানের সুর দিয়েছেন এ আর রহমান। গানটি গেয়েছেন অনুরাধা শ্রীরাম (Anuradha sriram) ও অনুপমা (Anupama)। গানের সুর আজও জীবন্ত।
জয় হো (স্লামডগ মিলিওনিয়ার)
https://www.youtube.com/watch?v=UxLSZoFK8EM&feature=emb_titleস্লামডগ মিলিওনিয়ার (Slumdog Millionaire) সিনেমার এই গান বিশ্ব জুড়ে দারুণ জনপ্রিয় হয়েছিল। সুর দিয়েছিলেন এ আর রহমান। গানের কথা লিখেছেন গুলজার (Gulzar) ও তন্বী শাহ (Tanvi Shah)। রহমান ছাড়া গানে গলা মিলিয়েছেন সুখবিন্দর সিং (Sukhwinder Singh,), তন্বী শাহ (Tanvi Shah), মহালক্ষ্মী আইয়ার (Mahalakshmi Iyer) ও বিজয় প্রকাশ (Vijay Prakash)। বেস্ট অরিজিনাল সং সেগমেন্টে অস্কার (Academy Award) জেতে গানটি। গানের কথার জন্য গ্র্যামিও (Grammy Award) জিতে নেয় এই গান।
চলে চলো (লগান)
https://www.youtube.com/watch?v=Hi0lKXE5OmQ&feature=emb_titleআমির খানের (Amir Khan) কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা লগানের (Lagaan) এই গান সব সময়ে যেন একটা নতুন কিছু করার উদ্দম দেয়। জাভেদ আখতারের (Javed Akhtar) কলমে লেখা গানের কথাগুলি আজও জীবন্ত। গানটি গেয়েছিলেন রহমান স্বয়ং ও শ্রীনিবাস (Srinivas)। যদিও এই সিনেমার প্রতিটি গানই দারুণ জনপ্রিয় হয়েছিল, তবে স্বদেশপ্রেমের পটভূমিতে রচিত এই গানটি আলাদা জায়গা করে নেয়।
ইয়ে যো দেশ হ্যায় মেরা (স্বদেশ)
https://www.youtube.com/watch?v=4tiVPuLbbHg&feature=emb_titleস্বদেশ (Swades) সিনেমায় শাহরুখের অভিনয় আজও বারবার প্রশংসিত হয়। এই সিনেমার গানেও মুন্সিয়ানার পরিচয় দিয়েছিলেন রহমান। গানটি রিলিজ হওয়ার পর বিশ্বের নানা প্রান্তে দারুণ প্রশংসিত হয়েছিল। প্রত্যন্ত গ্রামাঞ্চলের বলা ভালো প্রকৃত ভারতের সৌন্দর্যকে তুলে ধরে এই গান। গানের ভিডিওতে শাহরুখের উপস্থিতি এক আলাদা মাত্রা যোগ করে। যাঁরা দেশ থেকে বেরিয়ে গিয়ে নিজের নিজের ক্ষেত্রে সফল, তাঁদের মনের অন্তর্দ্বন্দ্বকে ব্যক্ত করে এই গান। নিজের দেশে ফিরে নিজের মানুষের জন্য কিছু করতে অনুপ্রেরণা জোগায়।
তেরে বিনা (গুরু)
https://www.youtube.com/watch?v=9JDSGhhiOwI&feature=emb_titleঅভিষেক বচ্চন ( Abhishek Bachchan) ও ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) একসঙ্গে দেখা গিয়েছে এই মেলোডির ভিডিওতে। এভারগ্রিন এই কম্পোজিশনের মালিক এর আর রহমান। গানে গলা মিলিয়েছেন রহমান নিজেই। সঙ্গে রয়েছেন মুরতুজা খান (Murtuza Khan), কাদির খান (Quadir Khan) ও চিন্ময়ী (Chinmayi)। পাকিস্তানের লেজেন্ড উস্তাদ নুসরত ফতে আলি খানকে (Nusrat Fateh Ali Khan) উৎসর্গীকৃত গুরু সিনেমার এই গান আজও দারুণ জনপ্রিয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: A.R Rahman, Bollywood