Bollywood Gossip: সলমান খানের নতুন গার্লফ্রেন্ড, সুন্দরী বললেন ‘নাইস গাই’!

Last Updated:

সলমান খানের গার্লফ্রেন্ড থেকে নতুন গার্লফ্রেন্ড এই নিয়ে গসিপ (Gossip) সবসময়েই চলতে থাকে৷ সদ্যই আরও এক বিদেশি মহিলার সঙ্গে নাম জড়িয়েছে সলমান খানের৷

Bollywood Gossip: Salman Khan called a very nice guy by samantha lockwood
Bollywood Gossip: Salman Khan called a very nice guy by samantha lockwood
#মুম্বই:  সলমান খান   (Salman Khan) সবসময়েই বলিউডের বিদেশি ললনাদের পছন্দ করেন৷ ক্যাটরিনা কাইফ হোক বা লুল্লা ভান্থুর চির রঙিন ও চিরকুমার সলমান খানের সঙ্গে প্রেমের কারণে নাম জড়িয়েছে এঁদের৷ সলমান খানের গার্লফ্রেন্ড থেকে নতুন গার্লফ্রেন্ড এই নিয়ে গসিপ (Gossip) সবসময়েই চলতে থাকে৷ সদ্যই আরও এক বিদেশি মহিলার সঙ্গে নাম জড়িয়েছে সলমান খানের৷
এবারের বিদেশি অভিনেত্রী হলেন সামান্থা লকউড (Samantha Lockwood) ৷ বলিউডে জোর গসিপ (Bollywood Gossip) সামান্থা লকউড সলমান খানের নতুন গার্লফ্রেন্ড Salman Khan New Girlfriend Samantha Lockwood) ৷  এবার সলমানের নতুন বান্ধবী তাঁর সঙ্গে সলমানের সম্পর্ক নিয়ে প্রস্তাবে কমেন্ট করেছেন৷
Bollywood Gossip: Salman Khan called a very nice guy by samantha lockwood Bollywood Gossip: Salman Khan called a very nice guy by samantha lockwood
advertisement
advertisement
আসলে এই সমস্ত খবরের শুরু সামান্থাকে (Samantha Lockwood) যখন সলমান খানের ৫৬ তম জন্মদিনের পার্টিতে দেখা যায়৷ অভিনেত্রী সলমান খানের (Salman Khan) পনভেলের ফার্ম হাউসে পার্টিতে হাজির ছিলেন৷ শুধু এটুকুই নয়, শহরের এক বিশাল বিয়েবাড়িতে একসঙ্গে হাজির ছিলেন৷
advertisement
এবার নিজের একটি ঝকঝকে সাক্ষাৎকারে সলমান খানের সঙ্গে তাঁর প্রেমের গসিপ (Bollywood Gossip) নিয়ে মুখ খুলেছেন৷ তিনি সলমান খানকে ‘‘ভেরি নাইস গাই’’- অর্থাৎ খুব মিষ্টি ছেলে বলেছেন৷
বলিউড (Bollywood) হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্থা বলেছেন, ‘‘আমার মনে লোকে একটু বেশিই কথা বলে, যখন কিছু থাকে না তখনও লোক এই নিয়ে কথা বলে৷ আমি সলমানের সঙ্গে দেখা করেছি উনি খুব ভাল মানুষ৷ আমার কাছে বলার জন্য এখন শুধু এইটুকুই আছে, আমি জানি না লোকের মাথায় এত কথা কেন আসে? আমি তাঁর সঙ্গে দেখা করেছি, আমি হৃতিক রোশনের সঙ্গেও  দেখা করেছি, কিন্তু কেউ আমার আর হৃতিকের বিষয়ে কিছু বলেনি৷ তো আমি জানি না এই সব খবর কোথা থেকে পাওয়া যায়, এটা পুরোটাই গুজব৷’’
advertisement
সেখানে সলমান খানের জন্মদিনের অংশ হওয়া নিয়ে সামান্থা বলেন, ‘সত্যি কথা বললে আমার কাছে এখানে সকলেই অচেনা কারণ এখানে আমি কাউকে চিনি না৷ আমি সলমানকেই চিনি, আমাদের এক -দুবার দেখা হয়েছে৷ আসলে উনি একমাত্র সেলিব্রিটি যাঁকে আমি চিনি৷ আমি ধীরে ধীরে সকলকে চিনছি, কিছু ডিরেক্টর, কিছু প্রোডিউসর৷ তো আসলে ওই পার্টিতে আমি অনেক বড় বড় মানুষের সঙ্গে ছিলাম, পরে জানতে পারি তাঁরা কারা৷ ’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: সলমান খানের নতুন গার্লফ্রেন্ড, সুন্দরী বললেন ‘নাইস গাই’!
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement