IPL 2022: ধোনিকে খোঁচা দিয়ে ট্যুইট কেকেআরের, পাল্টা উত্তর দিতে আসরে রবীন্দ্র জাদেজা

Last Updated:

ভারতীয় ক্রিকেট দল এবং চেন্নাই সুপার কিংসের (CSK) অলরাউন্ডার, রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) একদম একহাত নিলেন কেকেআরকে (KKR)৷

ravindra jadeja thrashes kkr and their following dig at csk captain ms dhoni- Photo- IPL
ravindra jadeja thrashes kkr and their following dig at csk captain ms dhoni- Photo- IPL
#কলকাতা: ভারতীয় ক্রিকেট দল এবং চেন্নাই সুপার কিংসের (CSK) অলরাউন্ডার, রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) একদম একহাত নিলেন কেকেআরকে (KKR)৷ একদিন আগেই কেকেআর মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) একটি ছবি দিয়ে মজার ছলেই একটি ট্যুইট করেছিল৷ তা দেখে বেজায় চটেছিলেন মহেন্দ্র সিং ধোনির ফ্যানরা৷ আর এবার তারই একেবারে মুখের ওপর উত্তর ছুঁড়ে মারলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)৷ টেস্ট ক্রিকেটের প্রশংসা করে ধোনির ছবি দিয়ে ট্যুইট করেছিল কেকেআর (KKR)৷
এসসিজি টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচে ট্যুইটারে ভাইরাল হয়েছিল এই বিশেষ ধরণের ফিল্ডিংয়ের ছবি৷ ট্যুইটারে সকলেই ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন৷
advertisement
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজে -র চতুর্থ টেস্ট ম্যাচে কোনওক্রমে ড্র করেছে ইংল্যান্ড৷ স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন শেষ তিন ওভার ব্যাট করে ইংল্যান্ডকে টানা চতুর্থ হারের থেকে বাঁচান৷ ট্যইটারে ছবি দেখেই কেকেআর ধোনিকে একহাত নেয়৷ এই একইরকমের পরিস্থিতিতে ধোনি ছিলেন যখন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর তাঁকে একইভাবে ঘিরে ধরিয়েছিলেন৷
advertisement
এর উত্তরে নেটিজেনরা জানিয়েছিলেন নিজের ক্ষোভবিক্ষোভ তবে এবার ট্যুইটে ক্ষোভে ফুঁসে উঠলেন ধোনির সিএসকে সতীর্থ রবীন্দ্র জাদেজা৷ কেকেআরের পোস্টের নিচে তিনি লিখেছেন, “Its not a master stroke! Just a show off.”- অর্থাৎ ‘‘এটা মাস্টারস্ট্রোক নয়, এটা জাস্ট দেখনদারি৷’’
advertisement
২০১৬-১৭ সালে সিএসকে (CSK ) আইপিএল থেকে নির্বাসিত হয়েছিল৷  রাইজিং পুনে সুপার জায়ন্টসের জার্সিতে খেলেছিলেন৷ তিনি দুই মরশুম ওই জার্সিতে খেলেছিলেন৷ তবে সিএসকে জার্সিতে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) যেরকম সফল সেই রকম সাফল্যের ধারেকাছেও পৌঁছননি পুনের জার্সিতে৷
advertisement
তার পরের মরশুমে অবশ্য চেন্নাই সুপার কিংস ফিরে আসে৷ ধোনি ফের ২০১৮ তে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ফেরেন৷ তিনি অগাস্টের ২০২০ তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি৷ তাঁর অধিনায়কত্বে ২০২১ এও আইপিএল ট্রফি জেতে সিএসকে৷ আইপিএলের রেকর্ড বুক অনুযায়ি এটা তাদের চতুর্থ ট্রফি৷
advertisement
আইপিএল ২০২২ মেগা নিলামে সিএসকে (CSK) জাদেজা, ধোনি, রতুরাজ গায়কোয়াড় ও মইন আলিকে ধরে রেখেছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: ধোনিকে খোঁচা দিয়ে ট্যুইট কেকেআরের, পাল্টা উত্তর দিতে আসরে রবীন্দ্র জাদেজা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement