অবৈধভাবে সরকারি জমি দখল, জমি মাফিয়াদের দৌরাত্ম্য অভিযোগ ধূপগুড়ি ও বানারহাটে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
অবৈধভাবে সরকারি জমি দখল। জমি মাফিয়াদের দৌরাত্ম্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হুঁশিয়ারি কে পাত্তা না দিয়ে চলছে সরকারি জায়গা দখল করে প্রমোটিং ব্যবসা।
#ধূপগুড়ি: অবৈধভাবে সরকারি জমি দখল। জমি মাফিয়াদের দৌরাত্ম্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হুঁশিয়ারি কে পাত্তা না দিয়ে চলছে সরকারি জায়গা দখল করে প্রমোটিং ব্যবসা। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। শুধু সরকারি জায়গা নয়, বিভিন্ন জায়গায় জলাশয় অবৈধভাবে ভরাট করে সেগুলো সরকারি আধিকারিকের যোগসাজশে চড়া দামে বিক্রি করছে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী। এমন অভিযোগ জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ি (Dhoopguri) এবং বানারহাট (Banarhaat) ব্লকে।
জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক তার দু'ধারে সরকারি জায়গা দখল করে কোথাও দোকান কোথাও বা বাড়িঘর তৈরি হয়ে উঠেছে। গোটা ডুয়ার্স জুড়ে কিছু স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের যোগসাজশে আধিকারিকদের সঙ্গে হাত মিলিয়ে জমি মাফিয়ারা সরকারি জায়গা দখল করে সেগুলো কে বিক্রি করে দিচ্ছে চড়া দামে। তারপরেই সেগুলো বিভিন্নভাবে হাতবদল হয়ে যাচ্ছে। বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসনিক বৈঠক থেকে হুঁশিয়ারি দিয়েছেন সরকারি জমি দখল এবং জলাশয় ভরাটের বিরুদ্ধে। তাও ধূপগুড়ি (Dhoopguri) এবং বানারহাট (Banarhaat) ব্লকের বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের ধারে সরকারি জায়গা দখল করে বিক্রি করে দেওয়া,জলাশয় ভরাট করে চড়া দামে জমি বিক্রি করা, জমির চরিত্র বদল করা অবৈধভাবে সবকিছু ঘটছে প্রকাশ্যে ।
advertisement
আরও পড়ুন - Explained: ভারতের থেকে ব্রহ্মস মিসাইল কিনতে চলেছে ফিলিপিন্স, প্রতিরক্ষা রফতানি ভারতের অবস্থানে বড় বদল
advertisement
ধূপগুড়ি পুরো এলাকার মতো জায়গাতেও জলাশয় ভরাট করে জমির চরিত্র বদল করে অবৈধভাবে ব্যবসা প্রকাশ্যে এসেছে। এমনকি ধূপগুড়ি শহরের বিভিন্ন রাস্তার পাশে ডোবা জলাশয় সরকারি জায়গা দখল করে প্রমোটা রিং চলছে পৌর কর্তৃপক্ষ থেকে পূর্ত দপ্তর আধিকারিক সামনে। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রশ্ন উঠছে কি করে প্রশাসনের চোখের সামনে এই ধরনের ব্যবসা চলছে তাদের মদদ ছাড়া? কি করে সাহস পাচ্ছেন এই সমস্ত জমি মাফিয়া থেকে শুরু করে এই প্রোমোটারা। প্রশ্ন তুলছেন শহরবাসী। তাহলে কি শাসক দলের নেতারা তার দলের সুপ্রিমোর নির্দেশকে মানেন না এবং আধিকারিকরা রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তোয়াক্কা করেন না।
advertisement
যদিও পূর্ত দপ্তর এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ থেকে শুরু করে পৌরসভার ভাইস চেয়ারম্যান সকলে বলেছেন বিষয়টি তারা দেখছেন খতিয়ে কড়া ব্যবস্থা নেয়া হবে। তবে আদতে কবে ব্যবস্থা নেয়া হবে, তা কিন্তু পরিষ্কারভাবে কেউ জানাতে পারেননি।
advertisement
SEKH ROCKY CHWDHURY
Location :
First Published :
January 10, 2022 5:49 PM IST