Amitabh Bachchan: 'জীবন অনিশ্চিত...!', অন্ধকারে তলিয়ে গেলেন অমিতাভ? আচমকা কী হল বিগ -বির? পোস্ট ভাইরাল হতেই ঘুম উড়ল ভক্তদের

Last Updated:

Amitabh Bachchan: অমিতাভ বচ্চন ৮২ বছর বয়সে পা রেখেছেন। এই বয়সেও তিনি সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ এবং প্রতিটি বড় সামাজিক সমস্যা এবং ঘটনায় প্রতিক্রিয়া জানান।

ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে যখন কলকাতা যেতে হয়, তখনই ‘পিকু’ ছবির গল্পে আসে এক নয়া মোড়। বাবার সঙ্গে কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নেন পিকুও। গাড়ির চালক না মেলায় ট্যাক্সি কোম্পানির মালিক রানা চৌধুরী (ইরফান খান) নিজেই গাড়ি চালিয়ে তাঁদের কলকাতা নিয়ে গিয়েছিলেন। এই রোড ট্রিপ যেন এক নতুন দিগন্ত মেলে ধরে। তিন জনের জীবনই বদলে যায়। অমিতাভ এবং দীপিকা অভিনীত ‘পিকু’ ছবিকে কালজয়ী ক্লাসিক বলে গণ্য করা হয়। এই ছবির অফার প্রথম গিয়েছিল পরিণীতি চোপড়ার কাছে। কিন্তু তিনি তা নাকচ করে দেন। ছবি তৈরির বাজেটের তিন গুণ আয় করে এই ছবিটি। ট্রেড ওয়েবসাইট Saknilk-এর রিপোর্ট বলছে যে, অমিতাভ এবং দীপিকার ছবি ৪০ কোটি টাকারও বেশি আয় করেছে।
ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে যখন কলকাতা যেতে হয়, তখনই ‘পিকু’ ছবির গল্পে আসে এক নয়া মোড়। বাবার সঙ্গে কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নেন পিকুও। গাড়ির চালক না মেলায় ট্যাক্সি কোম্পানির মালিক রানা চৌধুরী (ইরফান খান) নিজেই গাড়ি চালিয়ে তাঁদের কলকাতা নিয়ে গিয়েছিলেন। এই রোড ট্রিপ যেন এক নতুন দিগন্ত মেলে ধরে। তিন জনের জীবনই বদলে যায়। অমিতাভ এবং দীপিকা অভিনীত ‘পিকু’ ছবিকে কালজয়ী ক্লাসিক বলে গণ্য করা হয়। এই ছবির অফার প্রথম গিয়েছিল পরিণীতি চোপড়ার কাছে। কিন্তু তিনি তা নাকচ করে দেন। ছবি তৈরির বাজেটের তিন গুণ আয় করে এই ছবিটি। ট্রেড ওয়েবসাইট Saknilk-এর রিপোর্ট বলছে যে, অমিতাভ এবং দীপিকার ছবি ৪০ কোটি টাকারও বেশি আয় করেছে।
মুম্বই: অমিতাভ বচ্চন ৮২ বছর বয়সে পা রেখেছেন। এই বয়সেও তিনি সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ এবং প্রতিটি বড় সামাজিক সমস্যা এবং ঘটনায় প্রতিক্রিয়া জানান। পহেলগাও সন্ত্রাসী হামলা থেকে অপারেশন সিন্দুর নিয়ে ধারাবাহিকভাবে পোস্ট করে গেছেন অমিতাভ। তবে, এই বিষয়ে প্রতিক্রিয়া জানানোর আগে, তিনি ২২ দিন ধরে কেবল ফাঁকা টুইট এবং ব্লগ লিখেছিলেন। আহমেদাবাদে সাম্প্রতিক এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার বিষয়েও তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং এই দুর্ঘটনার স্বচ্ছ তদন্তের আশা করেছেন।
অমিতাভ বচ্চন টুইট করে লিখেছেন, ‘ঘোর অন্ধেরা’৷ লোকেরা তার পোস্টটিকে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার সঙ্গে যুক্ত করছে। তবে, এত রাতে অমিতাভের টুইট নিয়ে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি এত রাত পর্যন্ত জেগে থাকেন কেন?’ আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েন?’
advertisement
advertisement
অমিতাভ বচ্চন তাঁর আরও একটি ব্লগে লিখেছেন, ‘জীবনে একটি জিনিস নিশ্চিত, তবে জীবন অনিশ্চিত।’অমিতাভ জানিয়েছেন যে এই বার্তাটি তার এক ভক্ত তাকে পাঠিয়েছিলেন। এর আগে, অমিতাভ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় এত জনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে একটি ব্লগ লিখেছিলেন।
বিগ বি তার ব্লগে লিখেছিলেন, ‘এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। আমাদের জনগণ ছাড়াও এই দুর্ঘটনায় যেসব দেশ তাদের নাগরিকদের হারিয়েছে তাদের প্রতি আমি আমার পূর্ণ সমবেদনা এবং সমর্থন জানাই। আমি প্রার্থনা করি যে এই শোক আমাদের ঐক্যবদ্ধ করে, যাতে আমরা সকলেই তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি।’
advertisement
অমিতাভ বচ্চন আরও বলেন, ‘এই দুর্ঘটনার তদন্ত সততা ও স্বচ্ছতার সঙ্গে করা উচিত, যাতে আমরা সর্বদা এটি মনে রাখতে পারি এবং এ থেকে কিছু শিখতে পারি। আমাদের শক্তিশালী হতে হবে, সঠিক পদক্ষেপ নিতে হবে এবং দ্রুত শিখতে হবে, যাতে এই দুঃখ কাটিয়ে উঠতে সকলকে সাহায্য করা যায়।’ এই দুর্ঘটনায় অমিতাভ বচ্চনের ঘনিষ্ঠ বন্ধুর ছেলেও মারা গেছেন, যার মৃত্যুর পর বিগ বি আবেগপ্রবণ হয়ে পড়েন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Amitabh Bachchan: 'জীবন অনিশ্চিত...!', অন্ধকারে তলিয়ে গেলেন অমিতাভ? আচমকা কী হল বিগ -বির? পোস্ট ভাইরাল হতেই ঘুম উড়ল ভক্তদের
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement