Amitabh Bachchan: 'জীবন অনিশ্চিত...!', অন্ধকারে তলিয়ে গেলেন অমিতাভ? আচমকা কী হল বিগ -বির? পোস্ট ভাইরাল হতেই ঘুম উড়ল ভক্তদের
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Amitabh Bachchan: অমিতাভ বচ্চন ৮২ বছর বয়সে পা রেখেছেন। এই বয়সেও তিনি সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ এবং প্রতিটি বড় সামাজিক সমস্যা এবং ঘটনায় প্রতিক্রিয়া জানান।
মুম্বই: অমিতাভ বচ্চন ৮২ বছর বয়সে পা রেখেছেন। এই বয়সেও তিনি সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ এবং প্রতিটি বড় সামাজিক সমস্যা এবং ঘটনায় প্রতিক্রিয়া জানান। পহেলগাও সন্ত্রাসী হামলা থেকে অপারেশন সিন্দুর নিয়ে ধারাবাহিকভাবে পোস্ট করে গেছেন অমিতাভ। তবে, এই বিষয়ে প্রতিক্রিয়া জানানোর আগে, তিনি ২২ দিন ধরে কেবল ফাঁকা টুইট এবং ব্লগ লিখেছিলেন। আহমেদাবাদে সাম্প্রতিক এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার বিষয়েও তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং এই দুর্ঘটনার স্বচ্ছ তদন্তের আশা করেছেন।
অমিতাভ বচ্চন টুইট করে লিখেছেন, ‘ঘোর অন্ধেরা’৷ লোকেরা তার পোস্টটিকে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার সঙ্গে যুক্ত করছে। তবে, এত রাতে অমিতাভের টুইট নিয়ে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি এত রাত পর্যন্ত জেগে থাকেন কেন?’ আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েন?’
advertisement
advertisement
অমিতাভ বচ্চন তাঁর আরও একটি ব্লগে লিখেছেন, ‘জীবনে একটি জিনিস নিশ্চিত, তবে জীবন অনিশ্চিত।’অমিতাভ জানিয়েছেন যে এই বার্তাটি তার এক ভক্ত তাকে পাঠিয়েছিলেন। এর আগে, অমিতাভ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় এত জনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে একটি ব্লগ লিখেছিলেন।
বিগ বি তার ব্লগে লিখেছিলেন, ‘এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। আমাদের জনগণ ছাড়াও এই দুর্ঘটনায় যেসব দেশ তাদের নাগরিকদের হারিয়েছে তাদের প্রতি আমি আমার পূর্ণ সমবেদনা এবং সমর্থন জানাই। আমি প্রার্থনা করি যে এই শোক আমাদের ঐক্যবদ্ধ করে, যাতে আমরা সকলেই তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি।’
advertisement
অমিতাভ বচ্চন আরও বলেন, ‘এই দুর্ঘটনার তদন্ত সততা ও স্বচ্ছতার সঙ্গে করা উচিত, যাতে আমরা সর্বদা এটি মনে রাখতে পারি এবং এ থেকে কিছু শিখতে পারি। আমাদের শক্তিশালী হতে হবে, সঠিক পদক্ষেপ নিতে হবে এবং দ্রুত শিখতে হবে, যাতে এই দুঃখ কাটিয়ে উঠতে সকলকে সাহায্য করা যায়।’ এই দুর্ঘটনায় অমিতাভ বচ্চনের ঘনিষ্ঠ বন্ধুর ছেলেও মারা গেছেন, যার মৃত্যুর পর বিগ বি আবেগপ্রবণ হয়ে পড়েন।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2025 10:26 AM IST