Karisma Kapoor ex husband Sunjay Kapur Funeral: হানিমুনের রাতে বন্ধুর শয্যাসঙ্গিনী করেন স্ত্রীকে, তারপর সারারাত ধরে চলে...! সব ভুলে প্রাক্তন স্বামী সঞ্জয়ের মরদেহের অপেক্ষায় করিশ্মা, কোথায় হবে শেষকৃত্য?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Karisma Kapoor ex husband Sunjay Kapur Funeral: সঞ্জয় কাপুরের শ্বশুর এবং তাঁর তৃতীয় স্ত্রী প্রিয়ার বাবা অশোক সচদেব সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ময়নাতদন্ত চলছে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হওয়ার পর সঞ্জয়ের মরদেহ ভারতে আনা হবে।
advertisement
advertisement
মিডিয়া রিপোর্ট অনুসারে, এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যখন তিনি দুর্ঘটনাক্রমে একটি মৌমাছি গিলে ফেলেন, যার ফলে তিনি মারাত্মক কামড় খেয়েছিলেন এবং পরে শ্বাসরোধ হয়ে মারা যান। সঞ্জয়ের শেষকৃত্য দিল্লিতে হওয়ার কথা রয়েছে। তবে, তার মরদেহ ভারতে আনার প্রক্রিয়ায় অনেকটাই দেরি হচ্ছে। এর কারণ তাঁর আমেরিকান নাগরিকত্বও হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement