আজই সাতপাকে বাঁধা পড়ছেন সোনম, রকডেল মুখী বলিউড
Last Updated:
২৬ বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে রকডেলে সকাল ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে শিখ রীতি মেনে হবে বিয়ে।
#মুম্বই: বলিউড ফ্যাশনিস্তার বিয়ে বলে কথা। মুম্বইতে সকাল থেকেই আজ তাই সাজ সাজ রব। আর কিছুক্ষণের মধ্যেই সাতপাকে বাঁধা পড়বেন সোনম কাপুর, আনন্দ আহুজা।
২৬ বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে রকডেলে সকাল ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে শিখ রীতি মেনে হবে বিয়ে। এরপর আজই সন্ধে ৮টা থেকে লীলা হোটেলে রিসেপশন পার্টি।
সোমবার মেহন্দি পার্টির রাজকীয় সাদা পোশাকের সাজেই সোনম বুঝিয়ে দিয়েছেন তিনি সত্যিই বলিউডের ফ্যাশনিস্তা। তাই আজ বিয়ের আসরে সোনম কী পরেন তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেই।
advertisement
advertisement
আরও পড়ুন: সঙ্গীতে সোনম কাপুরের ফার্স্টলুক
ট্রু ফ্যাশনিস্তার মতোই মেহন্দি পার্টিতে অতিথিদের জন্যও ড্রেস কোড রেখেছিলেন সোনম। সাদা পোশাকে কনের সঙ্গে ফ্যাশনে দিব্বি পাল্লা দিয়েছে গোটা বলিউডও। আজও বিয়ে, রিসেপশনের আসরে অথিথিদের জন্য ড্রেস কোড রেখেছেন সোনম-আনন্দ। বিয়েতে ভারতীয় ট্রাডিশনাল পোশাক আর রিসেপশনে ভারতীয় বা পশ্চিমী ফর্মাল পোশাকে সেজে আসতে অনুরোধ জানিয়েছেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: In Pics: সাদা রঙে জমে উঠল সোনমের সঙ্গীতে
ইকো ফ্রেন্ডলি ই-কার্ডের মাধ্যমে নিমন্ত্রণ জানিয়ে অভিনবত্বের ছাপ রেখেছেন কাপুর, আহুজা পরিবার। আর সেই কার্ডেই উল্লেখ রয়েছে তাঁদের একান্ত ইচ্ছা। কোনও উপহার গ্রহণ করছেন না
এই বলিউড কাপল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2018 9:59 AM IST