লকডাউনে প্রথমবার লোকসমক্ষে এলেন করণ জোহর, মাস্কে লেখা ‘কাছে ঘেঁষবেন না’
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার মুম্বইয়ের ব্যক্তিগত বিমানবন্দরে দেখা যায় করণকে । সম্ভবত মা ও বাচ্চাদের নিয়ে শহর ছাড়ছেন তিনি ।
#মুম্বই: গত পাঁচ-ছয় মাসে বাড়ির বাইরে পা রাখতে দেখা যায়নি করণ জোহরকে । লকডাউন এবং সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে সেই যে গৃহবন্দী হয়েছিলেন, সেই বন্দীদশা কাটল মঙ্গলবার দুপুরে । মা হিরু জোহর এবং দুই যমজ সন্তানের সঙ্গে মুম্বইয়ের ব্যক্তিগত বিমান বন্দরে দেখা গেল পরিচালক করণ জোহর’কে । তবে এই মধ্যে সবচেয়ে নজর কেড়েছে করণের মুখের মাস্ক এবং তাতে লেখা বার্তা ।
কালো রঙের একটি মাস্ক পরেছিলেন করণ । তাতে লেখা, ‘If you are reading this You're too close’ অর্থাৎ যদি আপনি এটা পড়তে পারছেন, তার মানে আপনি বেশি কাছে চলে এসেছেন । সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সংবাদ মাধ্যমকে তার থেকে দূরে রাখার বার্তা দিতেই কি এমন মাস্ক ব্যবহার করেছেন করণ? তার উত্তর অবশ্য জানা নেই ।
advertisement
View this post on InstagramThe Johar family snapped at the airport as they fly off from Mumbai . . #karanjohar
advertisement
advertisement
সুশান্তের মৃত্যুর পর থেকেই বলিউডে স্বজনপোষণ নিয়ে বিতর্ক চড়তে থাকে । করণ’কে মুভি মাফিয়া এবং নেপো কিডসদের তাঁবেদার বলে মন্তব্য করে প্রবল ট্রোল করা হয় তাঁকে । ‘কফি উইথ করণ’-এর মঞ্চে সুশান্ত’কে অপমান করার ভিডিও পোস্ট করে তীর্যক মন্তব্যে বিদ্ধ করা হয় করণকে । তারপর থেকেই লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন তিনি ।
advertisement
মঙ্গলবার মুম্বইয়ের ব্যক্তিগত বিমানবন্দরে দেখা যায় করণকে । সম্ভবত মা ও বাচ্চাদের নিয়ে শহর ছাড়ছেন তিনি ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2020 9:02 PM IST










