হোটেলে গেলেই এই জিনিসটা চুরি করে নেন দীপিকা ! বেস্ট ফ্রেন্ডের চিঠি থেকে সামনে এল সত্যি
Last Updated:
স্নেহা বোঝেননি তিনি না জেনেই দীপিকার একটা মিষ্টি স্বভাবের কথা সবার সামনে এনে ফেলেছেন।
#মুম্বই: দীপিকা পাড়ুকোনকে বলিউডের সকলে যেমন ভালবাসে। শুধু বলিউড নয় দীপিকাকে ভালবাসে তাঁর পরিবারের সকলে এবং অবশ্যই তাঁর ফ্যানেরাও দীপিকার জন্য পাগল। তবে বন্ধুদের সঙ্গে দীপিকা একদম অন্য রকম। সেখানে তাঁর একে বারে অন্য রূপ। ঠিক যেন পাশের বাড়ির দস্যি মেয়ে। সেখানে দীপিকার নেই কোনও স্টারডাম। মন খুলে মিশে যান তিনি। আর সেই জন্যই দীপিকার বন্ধুদের কাছে দীপিকা সবচেয়ে প্রিয়। এই ভালবাসা থেকেই দীপিকার বন্ধু স্নেহা রামচন্দার একটি চিঠি পোস্ট করেন দীপিকাকে নিয়ে।
সেখানে তিনি লেখেন, " দীপিকার মতো মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। দীপিকা এমন একজন মানুষ যার চোখের দিকে তাকিয়ে ভরসা পাওয়া যায়। যাকে জীবনের সব কথা অনায়াসে বলা যায়। দীপিকা সব স্বপ্নকে সাজিয়ে দিতে পারে সুন্দর করে।" এই চিঠিতেই মজা করে স্নেহা লেখেন, " তবে এই মিষ্টি মেয়েটা কিন্তু দুষ্টুমিতে ভরা। সে অবলীলায় নিজের পছন্দের শ্যাম্পুর বোতল হোটেল থেকে চুপি চুপি চুরি করে নেয়। আর সে জানে তাঁকে সবাই ভালবাসে। তাই এই দুষ্টুমিটা সে করবেই।" তবে স্নেহা বোঝেননি তিনি না জেনেই দীপিকার একটা মিষ্টি স্বভাবের কথা সবার সামনে এনে ফেলেছেন। এখন এই কথা নিয়ে নেট দুনিয়ায় শোরগোল শুরু হয়ে গিয়েছে। তবে তাতে দীপিকা বা স্নেহার বন্ধুত্বে কোনও ভাঙন দাগ পড়েনি। কারণ তাঁরা বেস্ট ফ্রেন্ড।
advertisement
advertisement
Location :
First Published :
August 02, 2019 3:58 PM IST