Shah Rukh Khan Birthday: ‘সবে তো ২৯ হল...’, জন্মদিনে শাহরুখকে আদুরে শুভেচ্ছা কাজলের, পোস্ট ভাইরাল
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan Birthday: ৬০-এ পা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান ৷ ষাটতম জন্মদিনে কিং খানকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী কাজল৷
মুম্বই: ২ নভেম্বর, বলিউডের কিং শাহরুখ খানের জন্মদিন। এই দিনটাতে তাকে দেখার জন্য হাজার হাজার ভক্ত মন্নত-এর বাইরে ভিড় জমান৷ শাহরুখ খানের জন্মদিন তার ভক্তদের কাছে কেবল ক্যালেন্ডারের আরেকটি তারিখ নয়। এটি এমন একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে এই দিনটিতে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মুম্বইয়ে আসেন তাকে একটিবার দেখার জন্য।
৬০-এ পা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান৷ ঘড়ির কাটা ১২ টা পেরতে না পেরতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ বলিউডের তারকারাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন শাহরুখকে৷ তেমনি ষাটতম জন্মদিনে কিং খানকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী কাজল৷
Happy happy 60th to a life well lived .. advice for the day ! Don’t count the candles 😜…. Here’s to turning 29 again 🙏Wish all and only good things for you and yours!
Happy Birthday @iamsrk#happy60th pic.twitter.com/N3VtjSLKFS— Kajol (@itsKajolD) November 2, 2025
advertisement
advertisement
আরও পড়ুন-প্রস্রাব করলেই জ্বালাপোড়া, তলপেটে অসহ্য ব্যথা হয়? পুষ্টির ‘খনি’ এটি…! রোজ ১টা করে খেলেই মিরাকেল, কমায় খারাপ কোলস্টেরলও
অভিনেত্রী এক্স হ্যান্ডেলে শাহরুখের সঙ্গে রোম্যান্টিক দুটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান৷ তিনি পোস্টে লেখেন, ষাটতম জন্মদিনের একরাশ শুভেচ্ছা, সুন্দরভাবে বাঁচো.. আজকের দিনের জন্য এটাই পরামর্শ! তবে মোমবাতি গুনবেন না …. সবে তো ২৯ পূর্ণ হল.., তোমার এবং তোমার পরিবারের সকলের জন্য অনেক অনেক মঙ্গল ও শুভ কামনা! শুভ জন্মদিন শাহরুখ৷
advertisement
আরও পড়ুন-নভেম্বরেই লাগবে ‘লটারি’…! শুক্রের ভয়ঙ্কর চালে দুঃসময় শেষ, ভাগ্যবান ৯ রাশিকে দু-হাত ভরিয়ে দেবেন ধন-সম্পত্তি, ভাসবেন টাকার সমুদ্রে
বলিউডের সেরা রোমান্টিক জুটির কথা বললেই কাজল ও শাহরুখ খানের রোম্যান্স আজও পেজ থ্রি-র শিরোনামে। প্রথমসারির জুটি হিসেবে যেমন তাদের পরিচিতি রয়েছে ঠিক তেমনই বন্ধুত্বের রসায়ণও তাদের খুবই ভাল। প্রতিবারের মতোন এবারও অনবদ্য কায়দায় বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন কাজল৷ পোস্ট ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2025 1:15 PM IST

