Bobby Deol Mother In Law Death: প্রিয়জনকে হারালেন ববি দেওল, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ বলি অভিনেতা

Last Updated:

Bobby Deol Mother In Law Death: আবারও দুঃসংবাদ৷ দেওল পরিবারে নেমে এল শোকের ছায়া৷ কাছের মানুষকে হারালেন বলিউড অভিনেতা ববি দেওল৷ প্রয়াত হলেন ববি দেওলের শাশুড়ি মার্লিন আহুজা৷

মুম্বই: আবারও দুঃসংবাদ৷ দেওল পরিবারে নেমে এল শোকের ছায়া৷ কাছের মানুষকে হারালেন বলিউড অভিনেতা ববি দেওল৷ প্রয়াত হলেন ববি দেওলের শাশুড়ি মার্লিন আহুজা৷ ববির দেওলের স্ত্রী তান্যা দেওলের মা চলে যাওয়ায় শোকের ছায়া পড়েছে দেওল পরিবারে৷
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন ববি দেওলের শাশুড়ি৷ রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ প্রিয়জনদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন ববি দেওলের শাশুড়ি৷ এর আগেই বাবাকে হারিয়েছেন তান্যা৷ এবার মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতার স্ত্রী৷
advertisement
advertisement
বাবার মৃত্যুর ১৩ বছরব পর মাকে হারালেন তান্যা৷ বাবা ও মাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন অভিনেতার স্ত্রী৷ দেওল পরিবারে গদর ২-এর সাফল্যে আনন্দের মুহূর্তেই হঠাৎ নেমে এল শোকের ছায়া৷ প্রিয়জনকে হারিয়ে দেওল পরিবারের সকলেই শোকাহত৷ উল্লেখ্য, ব্যবসায়ী দেবেন্দ্র আহুজার মেয়ে তান্যা৷ ২০১০ সালে প্রয়াত হন তিনি৷ তারপরই মা চলে যাওয়ায় আরও বেশি ভেঙে পড়েছেন ববি দেওলের স্ত্রী ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bobby Deol Mother In Law Death: প্রিয়জনকে হারালেন ববি দেওল, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ বলি অভিনেতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement