Mallika Sherawat Latest Videos: মল্লিকা শেরাওয়াতের Push Up-এর ভিডিও সুপার ভাইরাল
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Mallika Sherawat Latest Photos: মল্লিকা শেরাওয়াতের বিকিনির ছবি কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়ায়
#মুম্বই: মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat) বলিউডের সব থেকে বোল্ড অভিনেত্রী ৷ আজকাল পর্দায় অচত্যন্ত কম দেখতে পাওয়া যায় মল্লিকা শেরাওয়াতকে ৷ তাঁর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছে ৷ এতটাই ভাইরাল হয়েছে যা দেখে পাগল হয়ে গিয়েছেন সবাই ৷ মল্লিকা শেরাওয়াত তাঁর বিকিনি পরা ছবিতে রীতিমত তোলপাড় করেছেন ৷
আরও পড়ুন: Urfi Javed: ক্যামেরার সামনে মারাত্মক পোজ! প্রয়োজনের তুলনায় বিশাল হট Bigg Boss OTT-র প্রাক্তনী
ক্যামেরার সামনে এমন ভঙ্গিতে পোজ দিয়েছেন যাতে ভক্তরা নির্বাক হয়ে পড়েছেন ৷ তাঁর ফিগার দেখে ভক্তরা (Mallika Sherawat) ফিদা হয়ে গিয়েছেন ৷ সেই ছবিতে জমিয়ে লাইক করেছেন ইউজাররা ৷ কমেন্ট সেকশনে কেউ তাঁর মার্ডার ছবির গান কহোনা কহো ইঁয়ে আঁখে বোলতি হ্যায় ৷ ইত্যাদি লিখে কমেন্ট করেছেন ৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: Urfi Javed brutally Trolled|| ফিতের ফাঁসে বক্ষযুগল! নিম্নাঙ্গে অন্তর্বাসের ওপরে গিঁট দেওয়া স্বচ্ছ ওড়না! ফের ভাইরাল উরফি
মল্লিকা শেয়াওয়াত তাঁর ফিটনেস নিয়ে অত্যন্ত চিন্তিত নিজেকে ফিট রাখতে রোজগার ওয়ার্ক আউটে বিশেষ ভাবে খেয়াল রাখেন ৷ ফিটনেসের জন্য অত্যন্ত পরিমাণে ওয়ার্ক আউট করেন ৷ সম্প্রতি মল্লিকা শেরাওয়াত এমন ভিডিও শেয়ার করেছেন যা রীতিমত হট অবতারে তোলা ৷ মল্লিকা শেরাওয়াতের যদি কর্মক্ষেত্রের কথা বলা হয় সেক্ষেত্রে ২০১৯-এ তিনি বু সবকে ফাটেগি 'Boo Sabki Phategi' এটি একটি হরর কমেডি ছবি ৷
advertisement
advertisement
ফার্হাদ সামজি পরিচালনা করেছিলেন ৷ সূত্রের খবর এবার দক্ষিণী ছবিতে অভিনয় শুরু করবেন ৷ একটি পিরিয়ড ড্রামা নাগমতিতে অভিনয় করবেন ৷ হিন্দি ছাড়াও তেলুগু ও তামিল ভাষাতে মুক্তি পাবে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 28, 2022 10:13 PM IST