Urfi Javed: ক্যামেরার সামনে মারাত্মক পোজ! প্রয়োজনের তুলনায় বিশাল হট Bigg Boss OTT-র প্রাক্তনী

Last Updated:

Urfi Javed: হট ভিডিওতে বাজার কাঁপিয়েছেন উর্ফি জাভেদ, তুমুল গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

উর্ফি জাভেদ ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
উর্ফি জাভেদ ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
#মুম্বই: প্রতিবারেই সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় তোলেন উর্ফি জাভেদ ৷ প্রতিটি মুহূর্তেই তাঁর পোশাকের জন্য তিনি জোরদার চর্চায় থাকেন তাঁরই অনুরাগীরা ৷ নিত্য নতুন পোশাকে উর্ফি জাভেদ ছবি বা ভিডিও তুলে রীতিমত সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন ৷ নতুন এক পোশাকে ফের সোশ্যাল মিডিয়ার বাজার গরম করেছেন তিনি ৷ ভিডিওতে উর্ফি জাভেদকে (Urfi Javed) দেখতে পাওয়া যাচ্ছে ব্রালেস ৷ তিনি ফ্রন্ট ওপেন টপ পরে আছেন ভিডিওতেই পরিষ্কার এটি ৷
View this post on Instagram

A post shared by Urrfii (@urf7i)

advertisement
গোলাপি রঙের টপ ও ট্রাউজার পরেছেন ৷ সেই পোশাকেই ক্যামেরার সামনে তিনি চলাফেরা করেছেন ৷ তারপরে থামতে থামতে হট পোজ দিচ্ছেন তিনি ৷ এই ভিডিওটি উর্ফি জাভেদ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৷ সেই ভিডিও দেখে ফ্যানেরা প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন ৷ একজন লিখেছেন হটনেস আপলোডেড ৷ দ্বিতীয় ব্যক্তি লিখেছেন খুব সেক্সি ৷ এখানেই শেষ নয় অনেকেই ফায়ার ইমোজি শেয়ার করেছেন ৷ উর্ফি জাভেদ উত্তরপ্রদেশের বাসিন্দা, ১৫ অক্টোবর ১৯৯৭ সালে তাঁর জন্ম ৷
advertisement
View this post on Instagram

A post shared by Urrfii (@urf7i)

advertisement
বর্তমানে বছর ২৪-এর তিনি ৷ উর্ফি জাভেদ (Urfi Javed) প্রথমে মাসকমিউনিকেশন নিয়ে লেখাপড়া করেছেন ৷ অভিনয়ের প্রতি আনুগত্য নিয়েই অল্প বয়সে মুম্বইয়ে এসেছেন উর্ফি জাভেদ ৷ ২০১৬ সালে উর্ফি জাভেদ 'বড়ে ভাইয়া কী দুলহনিয়া' (Urfi Javed) ছবিতে 'ভবানী পন্থ' নামে একটি চরিত্রে অভিনয় করেছেন ৷ তারপরে ওই একই বছরে 'চন্দ্রনন্দিনী' ধারাবাহিকে 'ছায়া' চরিত্রে অভিনয় করেছেন ৷ 'মেরি দুর্গা' তাঁর অত্যন্ত জনপ্রিয় একটি শো ছিল ৷
advertisement
View this post on Instagram

A post shared by Urrfii (@urf7i)

advertisement
এরপর থেকেই তিনি পরিচিতি পেতে থাকেন ৷ এছাড়াও উর্ফি জাভেদ 'বেপনহা ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায় ৷' তারপরে 'কসৌটি জিন্দেগি কী' ধারাবাহিকে অভিনয় করেন ? ২০২০ সালে জীবনের সব থেকে বড় ব্রেক পান উর্ফি জাভেদ (Urfi Javed) ৷ সেটি হল বিগ বস ওটিটি (Bigg Boss OTT)
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed: ক্যামেরার সামনে মারাত্মক পোজ! প্রয়োজনের তুলনায় বিশাল হট Bigg Boss OTT-র প্রাক্তনী
Next Article
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE