Bibriti Chatterjee: আলাস্কায় কদিন আগে সূর্য উঠলে গোলপার্কে পুড়তে হত না তোমায়, বাবাকে চিঠি বিবৃতির

Last Updated:

Bibriti Chatterjee to her late father: ছোট থেকেই তোমাকে তত দেখতে পাইনি। আরও না হয় বেশ কয়েক বছর কম দেখা করেই থাকতাম। কিন্তু দেখা তো হত। আলাস্কায় অন্ধকার নামলেই আমাদের দেখা হত এ শহরের রোদে।

বিবৃতি চট্টোপাধ্যায়
#কলকাতা: বাবা,
১০ বছর পেরিয়ে গিয়েছে। কত দিন পর্যন্ত তোমার কথা উঠলে সরে যেতাম, চুপ করে যেতাম। ভিতরে ভিতরে কী চলত জানি না। তোমার ওই বাড়িটায় আর পা রাখতে চাইতাম না। ভালই লাগত না। আর একদম ছোটবেলায় তো তোমাকে সঞ্জয় দত্তের ছবি 'দুশমন'-এর মতো মনে হত।
advertisement
আর এখন? খালি খালি তোমার কথা মনে পড়ে। ১০ বছর হয়ে গেল, তুমি নেই। এত বছর পর এসে তোমার স্মৃতিগুলো কুঁড়ে কুঁড়ে খায়। জানি, অনেকটা সময় লাগিয়ে দিলাম। কিন্তু কী করব? তাই তোমাকে চিঠি লিখতে বসলাম। এখন তোমার গল্প সবাইকে বলি। তোমার গোলপার্কের বাড়ির কাছে চলে যাই হাঁটতে হাঁটতে। এখন সেই বাড়ি প্রায়ই ফাঁকা পড়ে থাকে, জানো? তুমি থাকলে বিদেশ বিভুঁই থেকে সবাই নিশ্চয়ই এসে থাকত। ঠাকুমাও নেই, তুমিও নেই, তাই দেশে আর কেউ আসে না তেমন।
advertisement
প্যান্ট্রি সস দিয়ে তৈরি করা তোমার হাতের পনীরটা খেতে ভাল লাগত। রাজস্থানে যখন আমার আর মায়ের সঙ্গে দেখা করতে আসতে তুমি, যোধপুর ফোর্ট ঘুরতাম সারা দিন, মনে পড়ে সেগুলি। ১২ ক্লাস-এর ফেয়ারওয়েলের সময়ে প্রতিযোগিতায় আমি জিতেছিলাম বলে খুব খুশি হয়েছিলে না তুমি? মাকে সেটা বলেছিলে জানি।
advertisement
কিন্তু মনে পড়ে সেই দিনটার কথাও। ২০১২ সাল। আমার বোর্ডের পরীক্ষা চলছিল। পর দিন সকালেই শুনলাম, তুমি নেই। গোলপার্কের সেই বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে...। আমি আর মা কলকাতা চলে গিয়েছিলাম। তার পর থেকেই কেন জানি না, তোমার স্মৃতিগুলো সকলের সঙ্গে ভাগ করে নিতে চাইতাম না। নিজেকে সরিয়ে নিচ্ছিলাম তোমার কাছ থেকে। একদম চুপ হয়ে গিয়েছিলাম। কত বছর পর আবার তোমার হাত ধরে কথা বলতে শিখছি।
advertisement
কিন্তু বাবা, যে দিন আগুন লাগে ঠিক তার পরের দিনই তো তোমার আলাস্কায় ফিরে যাওয়ার কথা ছিল। যদি দু'দিন আগে ফিরে যেতে তা হলে হয়তো এটা ঘটত না।
আলাস্কায় ৬ মাস ধরে সূর্য ঘুমিয়ে থাকলে তুমি রাজস্থানে আমাদের সঙ্গে দেখা করে কলকাতায় এসে থাকতে। এখন মনে হয়, সে বছর যদি আর একটু আগে আলাস্কায় সূর্য উঠত, তা হলে আগেই ওই দেশে ফিরে যেতে। হীরের কাজ করতে আজও। ছোট থেকেই তোমাকে তত দেখতে পাইনি। আরও না হয় বেশ কয়েক বছর কম দেখা করেই থাকতাম। কিন্তু দেখা তো হত। আলাস্কায় অন্ধকার নামলেই আমাদের দেখা হত এ শহরের রোদে।
advertisement
তোমার, তিয়া
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bibriti Chatterjee: আলাস্কায় কদিন আগে সূর্য উঠলে গোলপার্কে পুড়তে হত না তোমায়, বাবাকে চিঠি বিবৃতির
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement